নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক শিশু নিখোঁজের গুজবকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে সিইপিজেডের ভেতরে ২ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন শিশু একটি নির্মাণাধীন ভবনে ঢুকেছিল; যার একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকেরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী উভয় পক্ষকে শান্ত করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘শিশু নিখোঁজের বিষয়টি গুজব ছিল। ইপিজেডের ভেতরে নির্মাণশ্রমিকদের সঙ্গে মীমাংসা হলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত সড়কে অবস্থান করেছেন পোশাকশ্রমিকেরা।’
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ‘গুজব ছড়ানোর পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে তেমন গুরুতর নয়।’
ইপিজেড এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কয়েকটি কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় বেরিয়ে এসে একটি নির্মাণাধীন ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ইপিজেড থানা, শিল্প পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এক শিশু নিখোঁজের গুজবকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে সিইপিজেডের ভেতরে ২ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন শিশু একটি নির্মাণাধীন ভবনে ঢুকেছিল; যার একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকেরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী উভয় পক্ষকে শান্ত করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘শিশু নিখোঁজের বিষয়টি গুজব ছিল। ইপিজেডের ভেতরে নির্মাণশ্রমিকদের সঙ্গে মীমাংসা হলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত সড়কে অবস্থান করেছেন পোশাকশ্রমিকেরা।’
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ‘গুজব ছড়ানোর পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে তেমন গুরুতর নয়।’
ইপিজেড এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কয়েকটি কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় বেরিয়ে এসে একটি নির্মাণাধীন ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ইপিজেড থানা, শিল্প পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪