প্রেমের ফাঁদে ফেলে ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

প্রেমের ফাঁদে ফেলে ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন কোরবানিগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সামিহা ইসলাম প্রকাশ রাইশা (১৯), সাইফুল ইসলাম (২৭) ও মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ (৩৩)। তাদের কাছ থেকে একটি ছুরি, ২টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও নগদ ৩০০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

কোতোয়ালি থানা-পুলিশ বলছে, সোহেল নামের এক ব্যক্তি বাঁশখালীর হালুয়াঘোনা লটমনী এলাকার ওয়ান স্টার নামের একটি ব্রিকফিল্ড দেখাশোনা করেন। গ্রেপ্তার হওয়া নারী রাইশার সঙ্গে তাঁর ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রায় সময় ফেসবুক মেসেঞ্জারে কথাবার্তা হতো। পরিচয়ের সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে কোতোয়ালি থানা এলাকার জামালখান চেরাগি পাহাড় মোড় এলাকার ফুটপাতের ওপর দেখা করতে আসেন তিনি। সেখানে আগে থেকেই ফাঁদ পেতে ছিলেন সাইফুল ইসলাম ও মনসুর মোল্লা প্রকাশ তৌহিদসহ অজ্ঞাতনামা আরও একজন। এ সময় তাঁরা অকস্মাৎ সোহেল ঘিরে ধরে এবং তাঁকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে তার মুখের বাম পাশে, ঠোঁটে, পেটে, বুকে জখম করে। এ সময় আসামিরা ভয়ভীতি দেখিয়ে তাঁর প্যান্টের পকেট থেকে ইট বিক্রির নগদ ২৫ হাজার টাকা ও ১টি স্যামসাং মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় সোহেল চিৎকার শুরু করলে টহল পুলিশ এসে রাইশা ও সাইফুল ইসলামকে আটক। এ সময় মনসুর মোল্লা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আসামিরা পেশাদার ছিনতাইকারী। গ্রুপের মেয়ে সদস্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়ে লোকজনকে ডেকে আনে। এরপর অন্যরা তাকে ভয়ভীতি দেখিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত