শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জয়নাল আবেদীন (৫৫) নামে দোকানের এক ম্যানেজার নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ী নামক স্থানে আব্দুল মোতালিব মোল্লার মালিকানাধীন ইমরান এন্টারপ্রাইজ নামক দোকানে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউখাইঘানা এলাকার মৃত এলাহী বক্স মুন্সির ছেলে। তিনি মাস্টারবাড়ী এলাকায় ভাড়া থেকে আব্দুল মোতালেব মোল্লার স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
দোকানের সিসি ক্যামেরা ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গতকাল রাতে এক যুবক ক্রেতা সেজে কিছু কেনার কথা বলে দোকানে ঢোকেন। এ সময় বাইরে কয়েকজন অপেক্ষা করতে থাকেন। দোকানে একা একাই হিসাব-নিকাশ করছিলেন জয়নাল। পরে মালামাল দেখার কথা বললে জয়নাল ওই কাস্টমারকে দোকানের পেছনের দিকে নিয়ে যেতে থাকেন। এ সময় আকস্মিকভাবে তাঁর পেটের নিচের অংশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে দ্রুত সটকে পড়েন ওই যুবক। এ সময় পেটে ছুরিসহ কোনোমতে দোকানের সামনে আসেন জয়নাল। পরে তার গোঙানোর আওয়াজে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে। এরপর প্রথমে মাওনার আলহেরা এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
শ্রীপুর থানার এসআই কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনা-পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জয়নাল আবেদীন (৫৫) নামে দোকানের এক ম্যানেজার নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ী নামক স্থানে আব্দুল মোতালিব মোল্লার মালিকানাধীন ইমরান এন্টারপ্রাইজ নামক দোকানে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউখাইঘানা এলাকার মৃত এলাহী বক্স মুন্সির ছেলে। তিনি মাস্টারবাড়ী এলাকায় ভাড়া থেকে আব্দুল মোতালেব মোল্লার স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
দোকানের সিসি ক্যামেরা ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গতকাল রাতে এক যুবক ক্রেতা সেজে কিছু কেনার কথা বলে দোকানে ঢোকেন। এ সময় বাইরে কয়েকজন অপেক্ষা করতে থাকেন। দোকানে একা একাই হিসাব-নিকাশ করছিলেন জয়নাল। পরে মালামাল দেখার কথা বললে জয়নাল ওই কাস্টমারকে দোকানের পেছনের দিকে নিয়ে যেতে থাকেন। এ সময় আকস্মিকভাবে তাঁর পেটের নিচের অংশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে দ্রুত সটকে পড়েন ওই যুবক। এ সময় পেটে ছুরিসহ কোনোমতে দোকানের সামনে আসেন জয়নাল। পরে তার গোঙানোর আওয়াজে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে। এরপর প্রথমে মাওনার আলহেরা এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
শ্রীপুর থানার এসআই কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনা-পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪