নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ মারা গেছেন দুজন। এ ঘটনায় নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি মামলা করেন। ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আজ শুক্রবার সকালে শাজাহানপুর থানায় তিনি এ মামলা দায়ের করেন।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, ‘জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার ঘটনায় স্ত্রী সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি মামলা করেছেন। আজ সকালে শাজাহানপুর থানায় এই মামলা করা হয়। মামলা নম্বর-১৮। তবে মামলায় অজ্ঞতাদের আসামি করা হয়েছে।’
মামলার এজাহারে ফারহানা ইসলাম ডলি উল্লেখ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিদিনের মত মতিঝিলের এজিবি কলোনির তাঁদের গ্র্যান্ড সুলতান নামের একটি রেস্টুরেন্টে কাজ শেষ করে শাজাহানপুরের বাসার দিকে ফিরছিলেন স্বামী জাহিদুল ইসলাম টিপু। এসময় তাঁর সঙ্গে ছিলেন, সঙ্গী মেরাজ, আবুল কালাম, গাড়ি চালক মনির হোসেন মুন্না ও তাঁদের একমাত্র ছেলে জহুরুল ইসলাম মিছিল। আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর স্বামীর জাহিদুল ইসলাম টিপুকে উদ্দেশ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করতে থাকে। মাইক্রোবাসের বামপাশের জানালার গ্লাস ভেঙে বাম পাশের সিটে থাকা তাঁর স্বামীর গলার ডান পাশে, বুকের বাম পাশেসহ একাধিক স্থানে গুরুতর জখম হয়।
এজাহারে আরও বলা আছে, দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি গুলি করার সময় রিকশারোহী একটি মেয়ে সামিয়া আফরান জামাল প্রীতি (২২) বুকে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক মনির হোসেন মুন্নারও ডান হাতের নিচে গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাহিদুল মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশাযোগে যাওয়া শিক্ষার্থী প্রীতিও গুলিবিদ্ধ হন। পরে তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ মারা গেছেন দুজন। এ ঘটনায় নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি মামলা করেন। ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আজ শুক্রবার সকালে শাজাহানপুর থানায় তিনি এ মামলা দায়ের করেন।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, ‘জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার ঘটনায় স্ত্রী সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি মামলা করেছেন। আজ সকালে শাজাহানপুর থানায় এই মামলা করা হয়। মামলা নম্বর-১৮। তবে মামলায় অজ্ঞতাদের আসামি করা হয়েছে।’
মামলার এজাহারে ফারহানা ইসলাম ডলি উল্লেখ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিদিনের মত মতিঝিলের এজিবি কলোনির তাঁদের গ্র্যান্ড সুলতান নামের একটি রেস্টুরেন্টে কাজ শেষ করে শাজাহানপুরের বাসার দিকে ফিরছিলেন স্বামী জাহিদুল ইসলাম টিপু। এসময় তাঁর সঙ্গে ছিলেন, সঙ্গী মেরাজ, আবুল কালাম, গাড়ি চালক মনির হোসেন মুন্না ও তাঁদের একমাত্র ছেলে জহুরুল ইসলাম মিছিল। আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর স্বামীর জাহিদুল ইসলাম টিপুকে উদ্দেশ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করতে থাকে। মাইক্রোবাসের বামপাশের জানালার গ্লাস ভেঙে বাম পাশের সিটে থাকা তাঁর স্বামীর গলার ডান পাশে, বুকের বাম পাশেসহ একাধিক স্থানে গুরুতর জখম হয়।
এজাহারে আরও বলা আছে, দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি গুলি করার সময় রিকশারোহী একটি মেয়ে সামিয়া আফরান জামাল প্রীতি (২২) বুকে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক মনির হোসেন মুন্নারও ডান হাতের নিচে গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাহিদুল মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশাযোগে যাওয়া শিক্ষার্থী প্রীতিও গুলিবিদ্ধ হন। পরে তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে