মাদক মামলায় জামিন পাওয়ার ১০ দিন পরই পেটে ইয়াবাসহ গ্রেপ্তার

উত্তরা–বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০: ২৭

মাদক মামলায় জামিনে বের হয়ে ফের পেটের ভেতর ইয়াবা নিয়ে এসে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন মো. জাহিদ হোসেন (২৫) নামে এক যুবক। 

কক্সবাজার থেকে বিমানে করে ঢাকার বিমানবন্দরে এসে রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে গ্রেপ্তার হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পেট থেকে ইয়াবা বের করা হয়। সোমবার (২ অক্টোবর) রাতে বিমানবন্দর থানায় এ সংক্রান্ত মামলা করা হয়। 

গ্রেপ্তার ওই যুবক কক্সবাজারের টেকনাফ উপজেলার আব্দুল গফুরের ছেলে। 

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক সোমবার রাতে জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে রোববার সন্ধ্যায় ওই যুবককে আটক করা হয়। তিনি কক্সবাজার থেকে একটি বেসরকারি উড়োজাহাজে করে ঢাকায় এসেছিলেন। 

হাসপাতালে নিয়ে পেট থেকে বের করা প্যাকেটগুলো খুলে গণনা করা হয় ইয়াবা বড়ি। ছবি: এপিবিএনতিনি বলেন, ‘বিমানবন্দরে অবতরণের পর এপিবিএনের গোয়েন্দা দল জাহিদকে আটক করে। এরপর যাত্রীকে এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, তিনি পাকস্থলীতে ইয়াবা বহন করছেন এবং এর সম্ভাব্য পরিমাণ ৩ হাজার ৫০০ পিস।’ 

এপিবিএন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এয়ারপোর্ট এপিবিএন যাত্রীকে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এবং এক্স-রে পরীক্ষা করা হয়। এক্স-রে পরীক্ষায় এবং ডাক্তারের রিপোর্টে জাহিদের পাকস্থলীতে অনেকগুলো প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। এরপর বিমানবন্দর থানার সহযোগিতায় জাহিদকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তারের তত্ত্বাবধানে তাঁর পেট থেকে মোট ৭২টি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলোতে ৩ হাজার ৫১৮ পিস ইয়াবা পাওয়া গেছে। 

মাদক মামলায় জামিন পেয়ে আবার ইয়াবা পাচারে নেমে পড়েছেন জাহিদ হোসেন। ছবি: এপিবিএনজিয়াউল হক আরও জানান, এর আগে গত ২৬ মে জাহিদকে বিমানবন্দরের সামনে থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়। সেই মামলায় ১০ দিন আগে জামিন পেয়েছেন। 

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জিয়াউল হক বলেন, ‘প্রতি ১ হাজার পিস ইয়াবা বহনের জন্য জাহিদ ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। এই চালান পৌঁছে দিতে পারলে প্রায় ৪০ হাজার টাকা পেতেন।’ 

এ ঘটনায় জাহিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানা এ কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত