ঢামেক প্রতিনিধি
রাজধানীর বংশালে আটক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য নজরুল ইসলামের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদস্যের অস্ত্রোপচার হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ১০১ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত জানান, গতরাতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। পেটে ছুরিকাঘাত করা হয়েছিল। খাদ্যনালী ছিদ্র হয়েছিল। সেগুলো রিপেয়ার করে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে।
আহত পুলিশ সদস্য নজরুলের ছেলে আশরাফ আলী তানভির জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার পূর্ব কাতিয়ারচরে। তানভির ঢাকাতেই থাকেন। বাবার আহত হওয়ার খবর শুনে সকালে গ্রাম থেকে মাকে নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন।
এর আগে গতকাল বুধবার রাতে আটক হওয়া ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল নজরুলসহ উপপরিদর্শক এম রবি হাসানসহ পাঁচজন আহত হন। তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গুরুতর আহত নজরুলকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, গতরাতে ছিনতাইয়ের সময় ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামে দুজনকে হাতেনাতে আটক করে পুলিশের ওই টিম। পরে তাদের থানায় নিয়ে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করার সময় ইমন নামে ছিনতাইকারী পকেট থেকে সুইচ গিয়ার বের করে এলোপাতাড়ি সবাইকে আঘাত করতে থাকে। এতে কনস্টেবল নজরুল, এসআই হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল সজীব ও শরিফুল আহত হন।
এর আগে গত ১৭ মার্চ বিকেলে গুলিস্তান এলাকায় ছিনতাইকারীর সজোরে ধাক্কায় আহত হন সাংবাদিক কামাল হোসেন তালুকদার। ২২ মার্চ গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের পাশের ফুটপাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।
এসআই জাহাঙ্গীর জানান, মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে যান। রাতে বাস থেকে গুলিস্তানে নামেন। রাস্তা পার হয়ে টিঅ্যান্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে আসার সময় কে বা কারা তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়।
রাজধানীর বংশালে আটক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য নজরুল ইসলামের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদস্যের অস্ত্রোপচার হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ১০১ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত জানান, গতরাতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। পেটে ছুরিকাঘাত করা হয়েছিল। খাদ্যনালী ছিদ্র হয়েছিল। সেগুলো রিপেয়ার করে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে।
আহত পুলিশ সদস্য নজরুলের ছেলে আশরাফ আলী তানভির জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার পূর্ব কাতিয়ারচরে। তানভির ঢাকাতেই থাকেন। বাবার আহত হওয়ার খবর শুনে সকালে গ্রাম থেকে মাকে নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন।
এর আগে গতকাল বুধবার রাতে আটক হওয়া ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল নজরুলসহ উপপরিদর্শক এম রবি হাসানসহ পাঁচজন আহত হন। তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গুরুতর আহত নজরুলকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, গতরাতে ছিনতাইয়ের সময় ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামে দুজনকে হাতেনাতে আটক করে পুলিশের ওই টিম। পরে তাদের থানায় নিয়ে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করার সময় ইমন নামে ছিনতাইকারী পকেট থেকে সুইচ গিয়ার বের করে এলোপাতাড়ি সবাইকে আঘাত করতে থাকে। এতে কনস্টেবল নজরুল, এসআই হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল সজীব ও শরিফুল আহত হন।
এর আগে গত ১৭ মার্চ বিকেলে গুলিস্তান এলাকায় ছিনতাইকারীর সজোরে ধাক্কায় আহত হন সাংবাদিক কামাল হোসেন তালুকদার। ২২ মার্চ গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের পাশের ফুটপাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।
এসআই জাহাঙ্গীর জানান, মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে যান। রাতে বাস থেকে গুলিস্তানে নামেন। রাস্তা পার হয়ে টিঅ্যান্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে আসার সময় কে বা কারা তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২০ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২০ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২১ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৪ দিন আগে