প্রতিনিধি
ঢামেক: রাজধানীর মতিঝিল কমলাপুরে ছিনতাইকারীর কবলে পড়ে সুনিতা রানী দাস (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে মতিঝিল কমলাপুর বিআরটিসি বাস ডিপোর পাশে চলন্ত রিকশা থেকে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
নিহতের ভাগিনা সুজিত দাস জানান, তার খালার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। গতকাল মঙ্গলবার তিনি ডেমড়া এলাকায় তাদের বাসায় আসেন। আজ ভোর ৬টার দিকে তাকে সঙ্গে নিয়ে রিকশাযোগে শান্তিনগর যাচ্ছিলেন। সেখানে একটি দোকানে সুজিতকে কাজ দেওয়ার কথা। তাদের রিকশাটি মতিঝিল কমলাপুর বাস ডিপোর পাশে এলে একটি সাদা প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে খালার কাঁধে ঝুলানো ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। রিকশা থেকে ছিটক পড়ে যান সুনিতা। সুজিত তাকে প্রথমে মুগদা ঋষিপাড়ার বাসায় নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সুনিতার ছেলে সুমন চন্দ্র দাস জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। বাবা সুজন চন্দ্র দাস। তারা তিন ভাই। বাবা-মা মুগদা ঋষিপাড়ায় ভাড়া বাসায় থাকেন এবং মুগদা বৌদ্ধমন্দিরে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।
সুমন আরো জানান, ভোরে সুজিতকে কাজে দেওয়ার জন্য রিকশাযোগে শান্তিনগর যাচ্ছিলেন তার মা সুনিতা রানী। সেখান থেকে মন্দিরে কাজে যাওয়ার কথা ছিল। রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মতিঝিল থানার ওসি ইয়াছিন আরাফাত খান এ তথ্য নিশ্চিত করে জানান, স্বজনদের ভাষ্যমতে কমলাপুর বাস ডিপোর পাশে ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারী সহ–প্রাইভেটকার শনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।
ঢামেক: রাজধানীর মতিঝিল কমলাপুরে ছিনতাইকারীর কবলে পড়ে সুনিতা রানী দাস (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে মতিঝিল কমলাপুর বিআরটিসি বাস ডিপোর পাশে চলন্ত রিকশা থেকে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
নিহতের ভাগিনা সুজিত দাস জানান, তার খালার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। গতকাল মঙ্গলবার তিনি ডেমড়া এলাকায় তাদের বাসায় আসেন। আজ ভোর ৬টার দিকে তাকে সঙ্গে নিয়ে রিকশাযোগে শান্তিনগর যাচ্ছিলেন। সেখানে একটি দোকানে সুজিতকে কাজ দেওয়ার কথা। তাদের রিকশাটি মতিঝিল কমলাপুর বাস ডিপোর পাশে এলে একটি সাদা প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে খালার কাঁধে ঝুলানো ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। রিকশা থেকে ছিটক পড়ে যান সুনিতা। সুজিত তাকে প্রথমে মুগদা ঋষিপাড়ার বাসায় নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সুনিতার ছেলে সুমন চন্দ্র দাস জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। বাবা সুজন চন্দ্র দাস। তারা তিন ভাই। বাবা-মা মুগদা ঋষিপাড়ায় ভাড়া বাসায় থাকেন এবং মুগদা বৌদ্ধমন্দিরে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।
সুমন আরো জানান, ভোরে সুজিতকে কাজে দেওয়ার জন্য রিকশাযোগে শান্তিনগর যাচ্ছিলেন তার মা সুনিতা রানী। সেখান থেকে মন্দিরে কাজে যাওয়ার কথা ছিল। রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মতিঝিল থানার ওসি ইয়াছিন আরাফাত খান এ তথ্য নিশ্চিত করে জানান, স্বজনদের ভাষ্যমতে কমলাপুর বাস ডিপোর পাশে ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারী সহ–প্রাইভেটকার শনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
১১ ঘণ্টা আগেরাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২১ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২১ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২২ দিন আগে