টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় রাজীব শেখ নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বালাডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজীব শেখ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সহসভাপতি এবং ওই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শুকুর আহম্মেদের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি রাজীব শেখ। এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালাডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী পরিবারসহ নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে যান তারা।
পরে ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১ হাজার ৫০০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় রাজীব শেখ নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বালাডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজীব শেখ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সহসভাপতি এবং ওই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শুকুর আহম্মেদের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি রাজীব শেখ। এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালাডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী পরিবারসহ নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে যান তারা।
পরে ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১ হাজার ৫০০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪