Ajker Patrika

নিষিদ্ধ ৯ হিযবুত কর্মী রিমান্ডে, কারাগারে ১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুক্রবার পল্টন এলাকায় হিযবুত তাহরীরের মিছিল থেকে কয়েকজনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
শুক্রবার পল্টন এলাকায় হিযবুত তাহরীরের মিছিল থেকে কয়েকজনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বায়তুল মোকাররমে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৯ হিযবুত তাহ্‌রীর কর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

ছয় দিনের রিমান্ড শেষে ১৭ হিযবুত তাহ্‌রীর কর্মীকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে চার আসামির পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। দ্বিতীয় দফায় রিমান্ডে যাওয়া এ চার আসামি হলেন মো. আবু শোহাইব (৩৪), সাব্বির হোসাইন জিউন (২১), মো. হেলাল উদ্দিন (৪৫) ও মো. আল রাফি সাজ্জাদ (২৩)।

অন্যদিকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থিত করা বাকি ১৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁরা হলেন মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিস মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), আশফাক আহম্মেদ (২২), মো. রিফাত ইসলাম রিশাদ (২১), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আবদুল্লাহ আল মুত্তাকি (১৯), হাবিবুর রহমান (২৩), আসাদুজ্জামান নূর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম কাব্য।

এদিকে ৯ মার্চ একই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া পাঁচ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার এসআই সাইফুল ইসলাম প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাঁদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

রিমান্ডে যাওয়া এসব আসামি হলেন ঢাকার সূত্রাপুর থানার মোহন দাস রোডের মাসরাফি রহমান মাহি (২০), একই থানার কলতাবাজারের ইরফান শাহরিয়ার (২০), ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তেলঘাটের মো. সাইফুল ইসলাম (১৯), ঢাকার কোতোয়ালি থানার পাটুয়াটুলী লেনের আনাসুর রহমান (২০) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট ভল্লভপুরের সোহেল রানা (৩৯)।

এর আগে ৯ মার্চ এ পাঁচ আসামিকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা যায়, ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

এ ঘটনায় ৮ মার্চ পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে বাদী হয়ে মামলা করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত