নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ময়মনসিংহের ধোবাউড়া পূর্ব বতিহালা গ্রামের ব্যবসায়ী উজ্জ্বল হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-নওশাদ, শাহাবুদ্দিন ও সবুজ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মরম, মহিম, করিম, জসিম, মিয়া হোসেন ও জালাল উদ্দিন।
বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন-ইসলাম, এমদাদুল, কুদরত আলী ও হাছেন আলী। আসামিরা সবাই ধোবাউড়া থানার বতিহালা গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার পর আসামিদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে রায় কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায়ে জানানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, মৃত উজ্জ্বল মিয়া একজন ব্যবসায়ী ছিলেন। জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পনানুযায়ী ২০১৩ সালের ২৭ মার্চ রাত ৯টার দিকে তাঁর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। স্থানীয় একটি মেলা থেকে বাড়ি ফেরার পথে বতিহালা গ্রামের ইবতেদায়ি মাদ্রাসার উত্তরপাশে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম এবং দুইটি পা ভেঙে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন উজ্জ্বলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ধোবাউড়া হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৃত উজ্জ্বলের বড় ভাই মোহাম্মদ কুদরত আলী বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে, বিচার চলাকালে আসামি আব্দুর রশিদ মারা যান।
ময়মনসিংহের ধোবাউড়া পূর্ব বতিহালা গ্রামের ব্যবসায়ী উজ্জ্বল হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-নওশাদ, শাহাবুদ্দিন ও সবুজ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মরম, মহিম, করিম, জসিম, মিয়া হোসেন ও জালাল উদ্দিন।
বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন-ইসলাম, এমদাদুল, কুদরত আলী ও হাছেন আলী। আসামিরা সবাই ধোবাউড়া থানার বতিহালা গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার পর আসামিদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে রায় কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায়ে জানানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, মৃত উজ্জ্বল মিয়া একজন ব্যবসায়ী ছিলেন। জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পনানুযায়ী ২০১৩ সালের ২৭ মার্চ রাত ৯টার দিকে তাঁর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। স্থানীয় একটি মেলা থেকে বাড়ি ফেরার পথে বতিহালা গ্রামের ইবতেদায়ি মাদ্রাসার উত্তরপাশে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম এবং দুইটি পা ভেঙে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন উজ্জ্বলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ধোবাউড়া হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৃত উজ্জ্বলের বড় ভাই মোহাম্মদ কুদরত আলী বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে, বিচার চলাকালে আসামি আব্দুর রশিদ মারা যান।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে