কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বর্তুল গ্রামে।
নিহত দুলাল মিয়া (৫৫) উপজেলার তুমলিয়া ইউনিয়নের পাড়ারটেক গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে। অন্যদিকে আটক ইউপি সদস্য মাহবুব (৪০) একই ইউনিয়নের বর্তুল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান আজকের পত্রিকাকে নিহত ও ইউপি সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কালীগঞ্জ থেকে রায়হান ও সাইদুল নামে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ উপজেলার বর্তুল গ্রামের নির্জনস্থানে মোটরসাইকেলের গতিরোধ করে কয়েকজন ব্যক্তি। এ সময় মোটরসাইকেল আরোহীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যান।
পরে লোকজন ওই স্থানে সোহেল নামে এক ব্যক্তির বাড়িতে দুলাল মিয়াকে পেয়ে ছিনতাইকারী সন্দেহে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে আলামিন (২৫) বলেন, ‘আমার বাবা সোহেল মামার বাড়ি গিয়েছিলেন। সেখানে বাবাকে দেখে ওই এলাকার মাহবুব মেম্বর উপস্থিত থেকে তার ছোট ভাই হাবীব, শ্যালক রানা, প্রতিবেশী ফরহাদ ও মাসুদ ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। আমরা বাবা হত্যার বিচার চাই।’
বাড়ির মালিক সোহেলের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১০টা দিকে মাহবুব মেম্বর, তার ভাই হাবীব, শ্যালক রানা, প্রতিবেশী ফরহাদসহ ৮ / ১০ জন লোক আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা সোহেল ও আমার ছেলে শান্তকে খোঁজাখুঁজি করে। তাদের না পেয়ে তারা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে।’
তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর আমার ভগ্নিপতি দুলালকে শান্তর ঘরে শুয়ে থাকতে দেখে ছিনতাইকারী বলে এলোপাতাড়ি মারধর করে তুলে নিয়ে যায়। এরপরে আমি আর কিছু জানি না, পরে শুনি দুলাল ভাই মারা গেছে।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে এ ঘটনায় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ইউপি সদস্যের নেতৃত্বে এমন ঘটনা ঘটেছে খবর পেয়ে শুক্রবার সকালে মাহবুব মেম্বরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।’ তবে মামলা তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
গাজীপুরের কালীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বর্তুল গ্রামে।
নিহত দুলাল মিয়া (৫৫) উপজেলার তুমলিয়া ইউনিয়নের পাড়ারটেক গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে। অন্যদিকে আটক ইউপি সদস্য মাহবুব (৪০) একই ইউনিয়নের বর্তুল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান আজকের পত্রিকাকে নিহত ও ইউপি সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কালীগঞ্জ থেকে রায়হান ও সাইদুল নামে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ উপজেলার বর্তুল গ্রামের নির্জনস্থানে মোটরসাইকেলের গতিরোধ করে কয়েকজন ব্যক্তি। এ সময় মোটরসাইকেল আরোহীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যান।
পরে লোকজন ওই স্থানে সোহেল নামে এক ব্যক্তির বাড়িতে দুলাল মিয়াকে পেয়ে ছিনতাইকারী সন্দেহে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে আলামিন (২৫) বলেন, ‘আমার বাবা সোহেল মামার বাড়ি গিয়েছিলেন। সেখানে বাবাকে দেখে ওই এলাকার মাহবুব মেম্বর উপস্থিত থেকে তার ছোট ভাই হাবীব, শ্যালক রানা, প্রতিবেশী ফরহাদ ও মাসুদ ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। আমরা বাবা হত্যার বিচার চাই।’
বাড়ির মালিক সোহেলের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১০টা দিকে মাহবুব মেম্বর, তার ভাই হাবীব, শ্যালক রানা, প্রতিবেশী ফরহাদসহ ৮ / ১০ জন লোক আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা সোহেল ও আমার ছেলে শান্তকে খোঁজাখুঁজি করে। তাদের না পেয়ে তারা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে।’
তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর আমার ভগ্নিপতি দুলালকে শান্তর ঘরে শুয়ে থাকতে দেখে ছিনতাইকারী বলে এলোপাতাড়ি মারধর করে তুলে নিয়ে যায়। এরপরে আমি আর কিছু জানি না, পরে শুনি দুলাল ভাই মারা গেছে।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে এ ঘটনায় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ইউপি সদস্যের নেতৃত্বে এমন ঘটনা ঘটেছে খবর পেয়ে শুক্রবার সকালে মাহবুব মেম্বরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।’ তবে মামলা তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে