লিডিং ইউনিভার্সিটির ভিসির অনিয়মের অভিযোগ তদন্তে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১৯: ৫৯

বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) মো. ওমর ফারুক। 

তিনি বলেন, ‘বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে তদন্ত করবেন।’

২০০২ সালের ৪ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে যাত্রা শুরু করে লিডিং ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২ হাজার ৬২৩ এবং স্থায়ী ও খণ্ডকালীন শিক্ষক ১১৭ জন। বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে ১৭টি প্রোগ্রাম চালু আছে। 

ইউজিসি থেকে জানা যায়, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। কমিটির অপর দুই সদস্য হলেন ইউজিসির বেসরকারি শাখার উপপরিচালক মো. রোকনুজ্জামান ও সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। 

ইউজিসি সূত্র জানায়, চলতি মাসের ২৭ জুলাই লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে যাবে তদন্ত দল। ওই দিন সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

এর আগে চলতি বছরের ১০ এপ্রিল ‘লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের স্তূপ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনায় কোন নিয়মের তোয়াক্কা করেন না কাজী আজিজুল মাওলা। এ ছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিদেশে পাচার, যুক্তরাষ্ট্রে বসে অফিস পরিচালনা, স্বজনপ্রীতি, ব্যক্তিগত ভ্রমণের নামে টিএ-ডিএ নেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত