টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় কেরামত ফরাজী (৪৫) নামে এক ব্যক্তিকে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলার পর রাতেই টুঙ্গিপাড়া উপজেলার বাঁশুরিয়া গ্রাম থেকে অভিযুক্ত কেরামত ফরাজীকে গ্রেপ্তার করে পুলিশ। স্কুলছাত্রী (১৪) বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক এস এম কামরুজ্জামান বলেন, মামলা দায়েরের পর রাতেই কেরামতের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার অভিযুক্ত কেরামতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বছরের ২ ডিসেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। অভিযুক্ত কেরামত ফরাজীর বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বাঁশুড়িয়ায়। তিনি পেশায় রাজমিস্ত্রি।
মামলার বিবরণে বলা হয়, প্রায় ১০ মাস আগে ওই স্কুলছাত্রীর মায়ের নামে একটি সরকারি টয়লেট বরাদ্দ হয়। কেরামত রাজমিস্ত্রি হিসেবে তাদের বাড়িতে তিন দিন টয়লেট নির্মাণের কাজ করেন। সেই সুবাদে মেয়ের পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক সৃষ্টি হয়। পরে ওই ছাত্রী বিদ্যালয়ে যাতায়াত করার সময় মাঝেমধ্যে চকলেট-আইসক্রিম কিনে দিতেন কেরামত। একপর্যায়ে ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। ছাত্রী রাজি না হলে কেরামত তামাশা করেছেন বলে তাকে জানান। পরে গত ২ ডিসেম্বর রাত দেড়টায় প্রকৃতির ডাকে সারা দিয়ে ওই স্কুলছাত্রী বাইরে গেলে কেরামত জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।
এ ছাড়া ধর্ষণের বিষয়টি কাউকে বললে বাড়িঘর জ্বালিয়ে দেবেন এবং তার মাকে খুন করেবেন বলে হুমকি দেন কেরামত।
ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘গত ২২ মে আমার মেয়ে বমি করে অসুস্থ হয়ে পড়লে আমার সন্দেহ হয়। তখন ডাক্তারি পরীক্ষা করালে মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হই। এরপর গতকাল বুধবার রাতে টুঙ্গিপাড়া থানায় কেরামত ফরাজীকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছি।’
গোপালগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় কেরামত ফরাজী (৪৫) নামে এক ব্যক্তিকে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলার পর রাতেই টুঙ্গিপাড়া উপজেলার বাঁশুরিয়া গ্রাম থেকে অভিযুক্ত কেরামত ফরাজীকে গ্রেপ্তার করে পুলিশ। স্কুলছাত্রী (১৪) বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক এস এম কামরুজ্জামান বলেন, মামলা দায়েরের পর রাতেই কেরামতের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার অভিযুক্ত কেরামতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বছরের ২ ডিসেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। অভিযুক্ত কেরামত ফরাজীর বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বাঁশুড়িয়ায়। তিনি পেশায় রাজমিস্ত্রি।
মামলার বিবরণে বলা হয়, প্রায় ১০ মাস আগে ওই স্কুলছাত্রীর মায়ের নামে একটি সরকারি টয়লেট বরাদ্দ হয়। কেরামত রাজমিস্ত্রি হিসেবে তাদের বাড়িতে তিন দিন টয়লেট নির্মাণের কাজ করেন। সেই সুবাদে মেয়ের পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক সৃষ্টি হয়। পরে ওই ছাত্রী বিদ্যালয়ে যাতায়াত করার সময় মাঝেমধ্যে চকলেট-আইসক্রিম কিনে দিতেন কেরামত। একপর্যায়ে ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। ছাত্রী রাজি না হলে কেরামত তামাশা করেছেন বলে তাকে জানান। পরে গত ২ ডিসেম্বর রাত দেড়টায় প্রকৃতির ডাকে সারা দিয়ে ওই স্কুলছাত্রী বাইরে গেলে কেরামত জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।
এ ছাড়া ধর্ষণের বিষয়টি কাউকে বললে বাড়িঘর জ্বালিয়ে দেবেন এবং তার মাকে খুন করেবেন বলে হুমকি দেন কেরামত।
ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘গত ২২ মে আমার মেয়ে বমি করে অসুস্থ হয়ে পড়লে আমার সন্দেহ হয়। তখন ডাক্তারি পরীক্ষা করালে মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হই। এরপর গতকাল বুধবার রাতে টুঙ্গিপাড়া থানায় কেরামত ফরাজীকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছি।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে