জবি প্রতিনিধি
আশুলিয়া, গাজীপুর, সাভারসহ বিভিন্ন এলাকায় ডিআইজি পরিচয়ে প্রতারণা ও মাদক কারবারের অভিযোগে দ্বীন ইসলাম ওরফে শাওন ও তাঁর সহযোগী হৃদয় আহমেদকে আটক করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। আজ সোমবার বেলা ১টায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান (পিপিএম-সেবা) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।
মোবাশশিরা হাবীব খান বলেন, দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার খোরশেদ আলমের ছেলে। তিনি একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। তাঁর সহযোগী গাজীপুর জেলার কালীগঞ্জ থানার হানিফ সরকারের ছেলে হৃদয় আহমেদ (৩০)। তাঁরা দুজন সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক কারবার করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, শাওন সাভার থানা এলাকায় মাদক কারবার পরিচালনার জন্য এবং অবৈধভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিজেকে ডিআইজি, ঢাকা রেঞ্জ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। নিজের পরিচয়কে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি ডিআইজি, ঢাকা রেঞ্জের সরকারি মোবাইল নম্বরে ফরোয়ার্ড করে রাখেন। কেউ তাঁকে ফোন দিলে সেই ফোনকলটি ডিআইজি, ঢাকা রেঞ্জের সরকারি নম্বরে চলে যেত। এভাবে তিনি সাধারণ ব্যক্তি ও সরকারি বিভিন্ন কর্মকর্তার কাছে নিজেকে ডিআইজি, ঢাকা রেঞ্জ পরিচয় দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৫ জুন বেলা ১১টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন থানাস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীর কাছে নিজেকে ডিআইজি ঢাকা রেঞ্জ পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেন শাওন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএমের (বার) নির্দেশনায় ডিবির একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শাওন ও তাঁর সহযোগী হৃদয়কে আটক করে।
পুলিশ জানায়, শাওন ও হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে। এই প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সেই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।
আশুলিয়া, গাজীপুর, সাভারসহ বিভিন্ন এলাকায় ডিআইজি পরিচয়ে প্রতারণা ও মাদক কারবারের অভিযোগে দ্বীন ইসলাম ওরফে শাওন ও তাঁর সহযোগী হৃদয় আহমেদকে আটক করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। আজ সোমবার বেলা ১টায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান (পিপিএম-সেবা) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।
মোবাশশিরা হাবীব খান বলেন, দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার খোরশেদ আলমের ছেলে। তিনি একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। তাঁর সহযোগী গাজীপুর জেলার কালীগঞ্জ থানার হানিফ সরকারের ছেলে হৃদয় আহমেদ (৩০)। তাঁরা দুজন সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক কারবার করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, শাওন সাভার থানা এলাকায় মাদক কারবার পরিচালনার জন্য এবং অবৈধভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিজেকে ডিআইজি, ঢাকা রেঞ্জ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। নিজের পরিচয়কে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি ডিআইজি, ঢাকা রেঞ্জের সরকারি মোবাইল নম্বরে ফরোয়ার্ড করে রাখেন। কেউ তাঁকে ফোন দিলে সেই ফোনকলটি ডিআইজি, ঢাকা রেঞ্জের সরকারি নম্বরে চলে যেত। এভাবে তিনি সাধারণ ব্যক্তি ও সরকারি বিভিন্ন কর্মকর্তার কাছে নিজেকে ডিআইজি, ঢাকা রেঞ্জ পরিচয় দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৫ জুন বেলা ১১টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন থানাস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীর কাছে নিজেকে ডিআইজি ঢাকা রেঞ্জ পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেন শাওন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএমের (বার) নির্দেশনায় ডিবির একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শাওন ও তাঁর সহযোগী হৃদয়কে আটক করে।
পুলিশ জানায়, শাওন ও হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে। এই প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সেই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে