নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কামরাঙ্গীরচর, লালবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, ইজিবাইক চালকদের কাছ থেকে কার্ডের নামে প্রতি মাসে চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
আজ রোববার দুপুরে চাঁদাবাজিতে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং অবিলম্বে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবিতে কামরাঙ্গীরচরে সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটি। মিছিল শেষে লালবাগ (ট্রাফিক) ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি বেড়িবাঁধে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাদের যোগসাজশে কার্ডের নামে চাঁদাবাজির পাঁয়তারা চলছে। কামরাঙ্গীরচর এলাকায় পুনরায় অবৈধ কার্ড ব্যবসা চালুর জন্য অসৎ ব্যক্তিরা চেষ্টা করছেন।
এসব কর্মকাণ্ডের সঙ্গে সরকারি দলের নেতৃবৃন্দ জড়িত উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, তারা বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স না দিয়ে কার্ডের নামে চাঁদাবাজি, পুলিশ-ট্রাফিকের ঘুষ ও দুর্নীতিকে সচল রাখছে।
সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় রিকশা ও মিশুকচালকেরা সংসার চালানোর মতো উপার্জন করতে পারছেন না জানিয়ে বক্তারা বলেন, জীবন ও জীবিকার তাগিদে রিকশা ও মিশুক চালকেরা কার্ডের নামে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। অনেকেই অন্যান্য অঞ্চলে গিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
অবৈধ কার্ড ব্যবসা বন্ধ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ ব্যবসা বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি জানান সংগঠনটির নেতারা। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী প্রমুখ।
কামরাঙ্গীরচর, লালবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, ইজিবাইক চালকদের কাছ থেকে কার্ডের নামে প্রতি মাসে চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
আজ রোববার দুপুরে চাঁদাবাজিতে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং অবিলম্বে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবিতে কামরাঙ্গীরচরে সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটি। মিছিল শেষে লালবাগ (ট্রাফিক) ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি বেড়িবাঁধে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাদের যোগসাজশে কার্ডের নামে চাঁদাবাজির পাঁয়তারা চলছে। কামরাঙ্গীরচর এলাকায় পুনরায় অবৈধ কার্ড ব্যবসা চালুর জন্য অসৎ ব্যক্তিরা চেষ্টা করছেন।
এসব কর্মকাণ্ডের সঙ্গে সরকারি দলের নেতৃবৃন্দ জড়িত উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, তারা বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স না দিয়ে কার্ডের নামে চাঁদাবাজি, পুলিশ-ট্রাফিকের ঘুষ ও দুর্নীতিকে সচল রাখছে।
সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় রিকশা ও মিশুকচালকেরা সংসার চালানোর মতো উপার্জন করতে পারছেন না জানিয়ে বক্তারা বলেন, জীবন ও জীবিকার তাগিদে রিকশা ও মিশুক চালকেরা কার্ডের নামে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। অনেকেই অন্যান্য অঞ্চলে গিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
অবৈধ কার্ড ব্যবসা বন্ধ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ ব্যবসা বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি জানান সংগঠনটির নেতারা। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী প্রমুখ।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে