Ajker Patrika

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৩: ৫২
পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময়ে এক যুবককে আটক করেছে র‍্যাব। আটক যুবকের নাম মো. সোহান শিকদার (২৪)। তিনি সাভার উপজেলার আলী আকবর শিকদারের ছেলে। 

এ সময় তাঁর কাছ থেকে পুলিশ লেখা একটি ট্রাকস্যুট, একটি মোটরসাইকেল, একটি সোল্ডারলাইট, একটি টর্সলাইট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-২-এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করা হয়। 

শিহাব করিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু দুষ্কৃতকারী পুলিশের পরিচয় ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুন রোডে অভিযান চালিয়ে পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেস্টিং ভেস্ট পরিহিত অবস্থায় ভুয়া পুলিশ মো. সোহান শিকদারকে আটক করা হয়। সোহান বাংলাদেশ পুলিশের একজন সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করে আসছিলেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত