ঢাবি প্রতিনিধি
বিআরটিসি বাসে নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার বিকেলে বাবুবাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষার্থীরা হলেন—ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী রিয়াজ এবং একই সেশনের সংস্কৃতি বিভাগের ছাত্র জহির উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া থেকে ঢাকা আসার পথে বিআরটিসি বাসে আহমেদ ফয়সাল নামের এক ব্যক্তি সিটে বসা নিয়ে এক বৃদ্ধের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বৃদ্ধের গায়ে হাত তোলেন এবং তাঁর সঙ্গে থাকা স্ত্রী ও মেয়ের গায়ে হাত তোলেন ফয়সাল। ওই সময় এর প্রতিবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরে বাবুবাজার ব্রিজে বাস থামিয়ে ফয়সাল ও তাঁর সহযোগীরা দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়।
রিয়াজ বলেন, ‘বাসের সিটে বসাকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আহমেদ ফয়সাল (আক্রমণকারী) এক বৃদ্ধের গায়ে হাত তোলেন। একসময় বৃদ্ধ বাস থেকে নেমে গেলে ফয়সাল বাসে থাকা বৃদ্ধ ব্যক্তির স্ত্রী এবং মেয়েকে উত্ত্যক্ত করতে থাকেন। এমনকি তাঁদের গায়ে হাত দেয়। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করি। বাসটি বাবুবাজারে এসে থামলে হঠাৎ করে দশ-বারোজন ছেলে গাড়িতে ওঠে এবং ফয়সালসহ আমাদের মারধর শুরু করে।’
এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আক্রমণকারী আহমদ ফয়সাল ও তাঁর অনুসারীরা রিয়াজ এবং জহিরকে মারধরের সময় অকথ্য ভাষায় গালাগাল করছেন।
এ ঘটনায় বংশাল কোতোয়ালি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন রিয়াজ। তিনি বলেন, ‘ওই ঘটনার মূল হোতা আহমেদ ফয়সাল ও তাঁর বাবা কামরুজ্জামান।’
বিআরটিসি বাসে নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার বিকেলে বাবুবাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষার্থীরা হলেন—ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী রিয়াজ এবং একই সেশনের সংস্কৃতি বিভাগের ছাত্র জহির উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া থেকে ঢাকা আসার পথে বিআরটিসি বাসে আহমেদ ফয়সাল নামের এক ব্যক্তি সিটে বসা নিয়ে এক বৃদ্ধের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বৃদ্ধের গায়ে হাত তোলেন এবং তাঁর সঙ্গে থাকা স্ত্রী ও মেয়ের গায়ে হাত তোলেন ফয়সাল। ওই সময় এর প্রতিবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরে বাবুবাজার ব্রিজে বাস থামিয়ে ফয়সাল ও তাঁর সহযোগীরা দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়।
রিয়াজ বলেন, ‘বাসের সিটে বসাকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আহমেদ ফয়সাল (আক্রমণকারী) এক বৃদ্ধের গায়ে হাত তোলেন। একসময় বৃদ্ধ বাস থেকে নেমে গেলে ফয়সাল বাসে থাকা বৃদ্ধ ব্যক্তির স্ত্রী এবং মেয়েকে উত্ত্যক্ত করতে থাকেন। এমনকি তাঁদের গায়ে হাত দেয়। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করি। বাসটি বাবুবাজারে এসে থামলে হঠাৎ করে দশ-বারোজন ছেলে গাড়িতে ওঠে এবং ফয়সালসহ আমাদের মারধর শুরু করে।’
এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আক্রমণকারী আহমদ ফয়সাল ও তাঁর অনুসারীরা রিয়াজ এবং জহিরকে মারধরের সময় অকথ্য ভাষায় গালাগাল করছেন।
এ ঘটনায় বংশাল কোতোয়ালি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন রিয়াজ। তিনি বলেন, ‘ওই ঘটনার মূল হোতা আহমেদ ফয়সাল ও তাঁর বাবা কামরুজ্জামান।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে