নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ভেতর নারী কর্মীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি আমির আব্বাস ওরফে মোল্লাকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টায় ভুইগড় রঘুনাথপুর এলাকায় আলিফ গার্মেন্টসের ভবন থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমির আব্বাস ওরফে মোল্লা লক্ষিপুর জেলার রামগঞ্জ থানার রুহুল আমিন পাটোয়ারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক বিপ্লব কুমার দত্ত।
বিপ্লব কুমার দত্ত বলেন, ‘গণধর্ষণ মামলার মূল আসামিকে গার্মেন্টসে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। অজ্ঞাতনামা অপর আসামির পরিচয় মোল্লার মাধ্যমে পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করছি না। তাঁকে গ্রেপ্তারেও আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।’
মামলা সূত্রে জানা যায়, মামলায় উল্লেখ্য করা হয়, চলতি মাসে ভুক্তভোগী ওই কারখানায় যোগ দেন। দুদিন পর গত ৪ জুন সকালে কারখানায় গিয়ে দেখেন বিদ্যুৎ না থাকায় কারখানা বন্ধ। পরের সিঁড়ি দিয়ে নেমে আসার সময় মোল্লা নামে ওই গার্মেন্টসের আরেক শ্রমিক তাঁকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে।’ এই কথা শুনে ভুক্তভোগী অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে মোল্লা ও আরেক যুবক তরুণীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে এই ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয় ভুক্তভোগীকে।
ঘটনার পরদিন ভুক্তভোগী পুনরায় কাজে যোগ দেন। একই সঙ্গে বিষয়টি কারখানার মালিক কর্তৃপক্ষকে অবগত করা হয়। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী চাকরি ছেড়ে চলে আসেন। পরে ঘটনাটি তাঁর স্বামীকে খুলে বলেন। চাকরি ছেড়ে দেওয়ার খবর পেয়ে অভিযুক্ত মোল্লা ভুক্তভোগীর স্বামীর মোবাইলে ফোন দিয়ে ধর্ষণের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ভেতর নারী কর্মীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি আমির আব্বাস ওরফে মোল্লাকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টায় ভুইগড় রঘুনাথপুর এলাকায় আলিফ গার্মেন্টসের ভবন থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমির আব্বাস ওরফে মোল্লা লক্ষিপুর জেলার রামগঞ্জ থানার রুহুল আমিন পাটোয়ারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক বিপ্লব কুমার দত্ত।
বিপ্লব কুমার দত্ত বলেন, ‘গণধর্ষণ মামলার মূল আসামিকে গার্মেন্টসে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। অজ্ঞাতনামা অপর আসামির পরিচয় মোল্লার মাধ্যমে পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করছি না। তাঁকে গ্রেপ্তারেও আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।’
মামলা সূত্রে জানা যায়, মামলায় উল্লেখ্য করা হয়, চলতি মাসে ভুক্তভোগী ওই কারখানায় যোগ দেন। দুদিন পর গত ৪ জুন সকালে কারখানায় গিয়ে দেখেন বিদ্যুৎ না থাকায় কারখানা বন্ধ। পরের সিঁড়ি দিয়ে নেমে আসার সময় মোল্লা নামে ওই গার্মেন্টসের আরেক শ্রমিক তাঁকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে।’ এই কথা শুনে ভুক্তভোগী অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে মোল্লা ও আরেক যুবক তরুণীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে এই ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয় ভুক্তভোগীকে।
ঘটনার পরদিন ভুক্তভোগী পুনরায় কাজে যোগ দেন। একই সঙ্গে বিষয়টি কারখানার মালিক কর্তৃপক্ষকে অবগত করা হয়। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী চাকরি ছেড়ে চলে আসেন। পরে ঘটনাটি তাঁর স্বামীকে খুলে বলেন। চাকরি ছেড়ে দেওয়ার খবর পেয়ে অভিযুক্ত মোল্লা ভুক্তভোগীর স্বামীর মোবাইলে ফোন দিয়ে ধর্ষণের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে