নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মো. নবী হোসেন (৫০)। তিনি নরসিংদী পৌরসভার কামারগাঁও এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কামারগাঁও এলাকার মৃত আলমাছ মিয়ার দুই ছেলে আলী হোসেন ও নবী হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আলী হোসেন তাঁর ছোট ভাই নবী হোসেনের তলপেটে ছুরিকাঘাত করেন। স্বজন ও উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তার বলেন, ‘নবী হোসেনকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর পেটের নিচের অংশের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
নিহত নবী হোসেনের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, সকাল থেকে বড় ভাই আলী হোসেন অপর ভাই নবী হোসেনের জমি থেকে মাটি কেটে এনে বাড়িতে রাখছিলেন ভিটা ভরাটের জন্য। ওই সময় নবী হোসেন সেখানে গিয়ে তাঁকে বলেন, এই মাটি তো আমার, এখান থেকে মাটি কেন কাটা হচ্ছে? এ নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে যায়। এরই মধ্যে হাতাহাতির একপর্যায়ে উত্তেজিত অবস্থায় আলী হোসেন একটি ছুরি এনে নবী হোসেনের তলপেটে ঢুকিয়ে দেন। এরপরই নবী হোসেন মাটিতে লুটিয়ে পড়েন।
জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, নিহত ব্যক্তির মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই পলাতক। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।
নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মো. নবী হোসেন (৫০)। তিনি নরসিংদী পৌরসভার কামারগাঁও এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কামারগাঁও এলাকার মৃত আলমাছ মিয়ার দুই ছেলে আলী হোসেন ও নবী হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আলী হোসেন তাঁর ছোট ভাই নবী হোসেনের তলপেটে ছুরিকাঘাত করেন। স্বজন ও উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তার বলেন, ‘নবী হোসেনকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর পেটের নিচের অংশের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
নিহত নবী হোসেনের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, সকাল থেকে বড় ভাই আলী হোসেন অপর ভাই নবী হোসেনের জমি থেকে মাটি কেটে এনে বাড়িতে রাখছিলেন ভিটা ভরাটের জন্য। ওই সময় নবী হোসেন সেখানে গিয়ে তাঁকে বলেন, এই মাটি তো আমার, এখান থেকে মাটি কেন কাটা হচ্ছে? এ নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে যায়। এরই মধ্যে হাতাহাতির একপর্যায়ে উত্তেজিত অবস্থায় আলী হোসেন একটি ছুরি এনে নবী হোসেনের তলপেটে ঢুকিয়ে দেন। এরপরই নবী হোসেন মাটিতে লুটিয়ে পড়েন।
জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, নিহত ব্যক্তির মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই পলাতক। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪