নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাজধানীর ডেমরা থানার বাঁশেরপুল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ডাকাত দলটির সরদার মো. উজ্জ্বল হোসেন (৩৩) ও তাঁর অন্যতম সহযোগী মো. রাশেদকে (৩৭) আটক করেছে র্যাব-৩। এ সময় তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, ম্যাগজিন, গুলির খালি খোসা, সুইচ গিয়ার, চাপাতি, প্লাস, টর্চলাইট, স্ক্রড্রাইভার, হেস্কোব্লেড, ব্যাগ, দুটি তাজা গুলি, হাতুড়ি, গামছা, ইলেকট্রিক তার, রশি, মোবাইল ফোন, ককটেল, স্কচটেপ এবং ছয়টি ব্লাংক কার্তুজ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তাদের আটকের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকি ডাকাতেরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আটক ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাত দলের সর্দার মো. উজ্জ্বল হোসেন পুরো দলটি পরিচালনা করেন। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করে উজ্জ্বলের নেতৃত্বে তার দলটি দীর্ঘদিন যাবৎ লুটপাট, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই দলে মোট ১০ জন সদস্য রয়েছে। তারা গত পাঁচ মাসে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
আরিফ মহিউদ্দিন বলেন, উজ্জ্বলের নেতৃত্বে দলটি ডাকাতির জন্য বিভিন্ন এলাকায় শ্রমিকের ছদ্মবেশে পর্যবেক্ষণ করত। তারা বিভিন্ন এলাকায় বাড়ি টার্গেট করে ডাকাতির জন্য গোপনে প্রস্তুতি গ্রহণ করত এবং বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, বিস্ফোরক সরঞ্জাম, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে হামলা চালাত।
জিজ্ঞাসাবাদে দুই ডাকাত জানিয়েছে, ডেমরা এলাকায় সম্প্রতি তারা একটি চারতলা বাড়িকে টার্গেট করে। বাড়ির মালিক নিলুফা ইয়াসমিন বাড়ির অন্যান্য ফ্লোর ভাড়া দিয়ে দ্বিতীয় তলায় নিজস্ব একটি ফ্ল্যাটে একা বসবাস করেন। তাঁর স্বামী একজন প্রবাসী। সম্প্রতি তাঁর দুই ছেলে প্রবাসে চলে যাওয়ায় বেশ কিছুদিন যাবৎ বাড়িটিতে একা বাস করে আসছিলেন তিনি। দলটি গত এপ্রিল মাস থেকেই এই বাড়ি টার্গেট করে। এরপর বেশ কয়েকবার বাড়িটির ডিশ সংযোগের তার কেটে দেয় এবং বাসায় নক করে ডিশের মেকানিক পরিচয়ে ডিশ সংযোগ ঠিক করার নামে বাসাটি পর্যবেক্ষণ করে।
র্যাব-৩-এর অধিনায়ক বলেন, ডাকাত দলের সর্দার উজ্জ্বল হোসেন মূলত ব্যানার ও বিলবোর্ড তৈরির ডিজিটাল প্রিন্টিং প্রেসে কাজ করেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা উজ্জ্বল তাঁর মামার স্টিলের আসবাবপত্র তৈরির কারখানায়ও পাঁচ বছর কাজ করেছেন। এরপর ছন্নছাড়া জীবনযাপন শুরু করে ছিনতাই, চুরি, মাদকাসক্তির মতো বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। একসময় অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে ডাকাত চক্র গড়ে তোলেন এবং দীর্ঘদিন যাবৎ এই ডাকাত চক্রের নেতৃত্ব দিয়ে আসছেন। এ ছাড়া আটক রাশেদ মূলত রংমিস্ত্রির কাজ করেন এবং কাজের অজুহাতে বিভিন্ন বাড়িতে পর্যবেক্ষণ চালান এবং ডাকাতি শেষে স্থান ত্যাগের রাস্তাও ঠিক করেন। উজ্জ্বলের নামে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে জামিনে মুক্তির পর ডাকাতির পেশা বেছে নেন।
রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাজধানীর ডেমরা থানার বাঁশেরপুল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ডাকাত দলটির সরদার মো. উজ্জ্বল হোসেন (৩৩) ও তাঁর অন্যতম সহযোগী মো. রাশেদকে (৩৭) আটক করেছে র্যাব-৩। এ সময় তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, ম্যাগজিন, গুলির খালি খোসা, সুইচ গিয়ার, চাপাতি, প্লাস, টর্চলাইট, স্ক্রড্রাইভার, হেস্কোব্লেড, ব্যাগ, দুটি তাজা গুলি, হাতুড়ি, গামছা, ইলেকট্রিক তার, রশি, মোবাইল ফোন, ককটেল, স্কচটেপ এবং ছয়টি ব্লাংক কার্তুজ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তাদের আটকের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকি ডাকাতেরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আটক ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাত দলের সর্দার মো. উজ্জ্বল হোসেন পুরো দলটি পরিচালনা করেন। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করে উজ্জ্বলের নেতৃত্বে তার দলটি দীর্ঘদিন যাবৎ লুটপাট, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই দলে মোট ১০ জন সদস্য রয়েছে। তারা গত পাঁচ মাসে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
আরিফ মহিউদ্দিন বলেন, উজ্জ্বলের নেতৃত্বে দলটি ডাকাতির জন্য বিভিন্ন এলাকায় শ্রমিকের ছদ্মবেশে পর্যবেক্ষণ করত। তারা বিভিন্ন এলাকায় বাড়ি টার্গেট করে ডাকাতির জন্য গোপনে প্রস্তুতি গ্রহণ করত এবং বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, বিস্ফোরক সরঞ্জাম, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে হামলা চালাত।
জিজ্ঞাসাবাদে দুই ডাকাত জানিয়েছে, ডেমরা এলাকায় সম্প্রতি তারা একটি চারতলা বাড়িকে টার্গেট করে। বাড়ির মালিক নিলুফা ইয়াসমিন বাড়ির অন্যান্য ফ্লোর ভাড়া দিয়ে দ্বিতীয় তলায় নিজস্ব একটি ফ্ল্যাটে একা বসবাস করেন। তাঁর স্বামী একজন প্রবাসী। সম্প্রতি তাঁর দুই ছেলে প্রবাসে চলে যাওয়ায় বেশ কিছুদিন যাবৎ বাড়িটিতে একা বাস করে আসছিলেন তিনি। দলটি গত এপ্রিল মাস থেকেই এই বাড়ি টার্গেট করে। এরপর বেশ কয়েকবার বাড়িটির ডিশ সংযোগের তার কেটে দেয় এবং বাসায় নক করে ডিশের মেকানিক পরিচয়ে ডিশ সংযোগ ঠিক করার নামে বাসাটি পর্যবেক্ষণ করে।
র্যাব-৩-এর অধিনায়ক বলেন, ডাকাত দলের সর্দার উজ্জ্বল হোসেন মূলত ব্যানার ও বিলবোর্ড তৈরির ডিজিটাল প্রিন্টিং প্রেসে কাজ করেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা উজ্জ্বল তাঁর মামার স্টিলের আসবাবপত্র তৈরির কারখানায়ও পাঁচ বছর কাজ করেছেন। এরপর ছন্নছাড়া জীবনযাপন শুরু করে ছিনতাই, চুরি, মাদকাসক্তির মতো বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। একসময় অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে ডাকাত চক্র গড়ে তোলেন এবং দীর্ঘদিন যাবৎ এই ডাকাত চক্রের নেতৃত্ব দিয়ে আসছেন। এ ছাড়া আটক রাশেদ মূলত রংমিস্ত্রির কাজ করেন এবং কাজের অজুহাতে বিভিন্ন বাড়িতে পর্যবেক্ষণ চালান এবং ডাকাতি শেষে স্থান ত্যাগের রাস্তাও ঠিক করেন। উজ্জ্বলের নামে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে জামিনে মুক্তির পর ডাকাতির পেশা বেছে নেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে