নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতের নির্দেশের পরও ব্যাংক স্টেটমেন্ট না দেওয়ায় এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই কর্মকর্তা হলেন—প্রধান কার্যালয়ের এভিপি আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যানেজার।
গুলশান ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেইসঙ্গে আগামী ৫ জুন তাঁদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।
এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়েস আল হারুনী বলেন, ‘সফি এন্টারপ্রাইজের মালিক সফিউর রহমান এবি ব্যাংকের সাতক্ষীরা শাখা থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে তিনি একটি ব্যাংক স্টেটমেন্ট চান। কিন্তু তাঁকে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়নি। পরবর্তীতে সফিউর রহমান হাইকোর্টে রিট করেন। এরপর হাইকোর্ট ডিএজিকে বিষয়টি নিয়ে কথা বলতে বলেন।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্দেশ অনুযায়ী তিনি সাতক্ষীরার ম্যানেজারকে না পেয়ে প্রধান কার্যালয়ের এভিপির সঙ্গে কথা বলেন। আবেদনকারীকে ব্যাংক স্টেটমেন্ট দিতে এবং এ বিষয়ে আদালতে এসে ব্যাখ্যা দিতে বলেন তিনি। তবে আবেদনকারী ব্যাংকের সাতক্ষীরা শাখায় গেলেও তাঁকে স্টেটমেন্ট দেওয়া হয়নি। এ ছাড়া আদালতে হাজির না হওয়ায় তাঁদের গ্রেপ্তার করতে বলা হয়।’
আদালতের নির্দেশের পরও ব্যাংক স্টেটমেন্ট না দেওয়ায় এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই কর্মকর্তা হলেন—প্রধান কার্যালয়ের এভিপি আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যানেজার।
গুলশান ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেইসঙ্গে আগামী ৫ জুন তাঁদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।
এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়েস আল হারুনী বলেন, ‘সফি এন্টারপ্রাইজের মালিক সফিউর রহমান এবি ব্যাংকের সাতক্ষীরা শাখা থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে তিনি একটি ব্যাংক স্টেটমেন্ট চান। কিন্তু তাঁকে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়নি। পরবর্তীতে সফিউর রহমান হাইকোর্টে রিট করেন। এরপর হাইকোর্ট ডিএজিকে বিষয়টি নিয়ে কথা বলতে বলেন।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্দেশ অনুযায়ী তিনি সাতক্ষীরার ম্যানেজারকে না পেয়ে প্রধান কার্যালয়ের এভিপির সঙ্গে কথা বলেন। আবেদনকারীকে ব্যাংক স্টেটমেন্ট দিতে এবং এ বিষয়ে আদালতে এসে ব্যাখ্যা দিতে বলেন তিনি। তবে আবেদনকারী ব্যাংকের সাতক্ষীরা শাখায় গেলেও তাঁকে স্টেটমেন্ট দেওয়া হয়নি। এ ছাড়া আদালতে হাজির না হওয়ায় তাঁদের গ্রেপ্তার করতে বলা হয়।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে