সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামের একটি লেবু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

সালাম ওই এলাকার মৃত আমির আলীর ছেলে এবং স্থানীয় হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়ী আব্দুস সালাম বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ি ফিরেননি।

পরে আজ বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি লেবু বাগানে তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সালামের স্ত্রী বাছাতন বেগম জানান, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। কী কারণে তাঁকে এভাবে মরতে হইলো। আমি এর সঠিক তদন্ত চাই। এ ঘটনার বিচার চাই।’

ওসি জাকির হোসেন বলেন, ‘এ নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত