স্মার্ট কার্ড সংগ্রহ করতে এসে স্বর্ণালংকার খোয়ালেন ৮ নারী

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) সংগ্রহ করতে এসে আটজন নারী গলার স্বর্ণালংকার খোয়ানোর ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারীরা প্রায় ১২ লাখ টাকার মূল্যের ১৪ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে বলে জানান স্থানীয়রা।

সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার দরগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাফল্লি ও বিলপুলি গ্রামে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ করা হয়। দুইটি লাইনে দাঁড়িয়ে ৫ শতাধিক নারীকে স্মার্ট কার্ড নিতে দেখা গেছে। এ সময় নারী লাইনে ভিড় বেশি হয়। নারীদের ওই লাইনে হঠাৎ ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা শুরু হয়। একপর্যায়ে আট নারীর গলায় থাকা স্বর্ণের চেইন খোয়া যায়। এ বিষয়ে সাটুরিয়া থানা-পুলিশকে অবগত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দরগ্রাম ইউনিয়নের সাফল্লি গ্রামের কাজী শফিকুলের স্ত্রী কোহিনুর বেগমের ১ ভরি, আক্তার হোসেনের স্ত্রী শান্তি বেগমের ১০ আনি, মোহাম্মদ আলীর স্ত্রী হ্যাপি আক্তারের ১ ভরি, রফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগমের দেড় ভরি, আবুল হোসেনের স্ত্রী রহিমা বেগমের ১৪ আনি, শওকত আলীর স্ত্রী জাহানারা বেগমের ১৪ আনি, ওমর আলীর স্ত্রী লালমন বেগম ১ ভরি ও মেছের আলীর মেয়ে রাহেলা আক্তারের দেড় ভরি ওজনের চেইন খোয়া যায়।

রোকেয়া বেগম জানান, দুই-তিনজন নারী বোরকা পরিহিত অবস্থায় লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। কিছুক্ষণ পর গলায় হাত দিয়ে দেখেন গলায় স্বর্ণের চেইন নেই। পরে জানতে পারেন আরও কয়েকজন নারীর গলার চেইন নিয়ে গেছে। একই কায়দায় আটজনের গলা থেকে চেইন নিয়ে ছিটকে পরে চক্রটি।

ভুক্তভোগী পরিবার জানায়, এসব স্বর্ণের চেইন বিদেশ থেকে আনা হয়েছে ব্যবহারের জন্য।

দরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আলিনুর বকস রতন জানান, সকাল থেকেই স্মার্ট কার্ড নিতে নারী-পুরুষেরা এসে জড়ো হন স্কুল মাঠে। এরপর লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হয়। নারীদের লাইন লম্বা হওয়ায় ছিনতাইকারীরা তাঁদের লাইনে গিয়ে ধাক্কাধাক্কি করে এ ঘটনা ঘটায়। প্রায় ১৪ লক্ষাধিক টাকার স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মেহেদি বলেন, ‘যেখানে মানুষ বেশি সেখানে চুরির ঘটনা ঘটতে পারে। তবে শুনেছি কয়েকটি চেইন নিয়ে পালিয়ে গেছে চক্রটি। একজন কর্মকর্তাকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত