মঙ্গলবার পরীমণির জামিন শুনানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ১৯: ৩৮

আগামী ৩১ আগস্ট চিত্রনায়িকা পরীমণির জামিনের আবেদন শুনানির দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত রোববার (২৯ আগস্ট) এ আদেশ দেন। 

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে পরীমণির জামিন আবেদনের শুনানি ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছিলেন মহানগর দায়রা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছিল রুলে। 

উল্লখ, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরে ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর তিন দফায় পরীমণিকে মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত