প্রতিনিধি, উত্তরা (ঢাকা)
পোশাক রপ্তানির (রেডিমেড গার্মেন্টস) অন্তরালে একটি বাক্সে কার্বন দিয়ে মুড়িয়ে রেডিমেড গার্মেন্টসের অন্তরালে ৫৪ লাখ ৭৫ হাজার ডলার ও ২০ হাজার ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার পাচারের চেষ্টা চলছি। যা বাংলাদেশি টাকায় ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকার সমমান। গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের স্ক্যানিং থেকে এসব বৈদেশিক মুদ্রাসহ হাসানকে আটক করা হয়।
এ অভিযোগে মো. হাসান আলী নামের একজনকে আটক করে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। তিনি ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেসের কর্মী। পরে ৯ ঘণ্টা সময় ধরে এসব বৈদেশিক মুদ্রা গণনা করা হয়।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌদিদ-ঊল আহসান আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, সিঙ্গাপুরগামী একটি কনসাইনম্যান্টের মধ্যে থেকে সৌদি রিয়াল উদ্ধার করা হয়। কনসাইনম্যান্টটি সিঙ্গাপুর কার্গোতে করে এসকিউ-৪৪৭ ফ্লাইটে সোমবার রাতে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। স্ক্যানিংয়ের সময় সন্দেহপূর্বক এটি উদ্ধার করেন অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্য গাজী কাইয়ুম। পরে উদ্ধার করা মুদ্রাগুলো সকাল পর্যন্ত গুনে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরের ডলার পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
তৌদিদ-ঊল আহসান বলেন, কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো ছিল। ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে এসব মুদ্রা পাওয়া যায়। এ ঘটনায় হাসান আলী নামের স্টার এক্সপ্রেসের একজন কর্মীকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈদেশিক মুদ্রা পাচারের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন।
বিমানবন্দরের পরিচালক বলেন, এসব বৈদেশিক মুদ্রার বক্সে ‘রেডিমেড গার্মেন্টস (আরএমজি) ’ লেখা হয়। যার গায়ে এজেন্টের নাম ‘ইউনাইটেড সার্ভিস এজেন্সি ঢাকা বিডি লিমিটেড’ উল্লেখ ছিল। ধারণা করা হচ্ছে, এসব বৈদেশিক মুদ্রা সিঙ্গাপুরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কত দিন ধরে এ চক্রটি বৈদেশিক মুদ্রা পাচার করে আসছিল জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায়নি। এ নিয়ে তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।
পোশাক রপ্তানির (রেডিমেড গার্মেন্টস) অন্তরালে একটি বাক্সে কার্বন দিয়ে মুড়িয়ে রেডিমেড গার্মেন্টসের অন্তরালে ৫৪ লাখ ৭৫ হাজার ডলার ও ২০ হাজার ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার পাচারের চেষ্টা চলছি। যা বাংলাদেশি টাকায় ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকার সমমান। গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের স্ক্যানিং থেকে এসব বৈদেশিক মুদ্রাসহ হাসানকে আটক করা হয়।
এ অভিযোগে মো. হাসান আলী নামের একজনকে আটক করে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। তিনি ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেসের কর্মী। পরে ৯ ঘণ্টা সময় ধরে এসব বৈদেশিক মুদ্রা গণনা করা হয়।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌদিদ-ঊল আহসান আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, সিঙ্গাপুরগামী একটি কনসাইনম্যান্টের মধ্যে থেকে সৌদি রিয়াল উদ্ধার করা হয়। কনসাইনম্যান্টটি সিঙ্গাপুর কার্গোতে করে এসকিউ-৪৪৭ ফ্লাইটে সোমবার রাতে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। স্ক্যানিংয়ের সময় সন্দেহপূর্বক এটি উদ্ধার করেন অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্য গাজী কাইয়ুম। পরে উদ্ধার করা মুদ্রাগুলো সকাল পর্যন্ত গুনে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরের ডলার পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
তৌদিদ-ঊল আহসান বলেন, কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো ছিল। ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে এসব মুদ্রা পাওয়া যায়। এ ঘটনায় হাসান আলী নামের স্টার এক্সপ্রেসের একজন কর্মীকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈদেশিক মুদ্রা পাচারের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন।
বিমানবন্দরের পরিচালক বলেন, এসব বৈদেশিক মুদ্রার বক্সে ‘রেডিমেড গার্মেন্টস (আরএমজি) ’ লেখা হয়। যার গায়ে এজেন্টের নাম ‘ইউনাইটেড সার্ভিস এজেন্সি ঢাকা বিডি লিমিটেড’ উল্লেখ ছিল। ধারণা করা হচ্ছে, এসব বৈদেশিক মুদ্রা সিঙ্গাপুরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কত দিন ধরে এ চক্রটি বৈদেশিক মুদ্রা পাচার করে আসছিল জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায়নি। এ নিয়ে তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে