নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থানার মীনাবাজার বেড়িবাঁধে এক পথচারীকে আটকে কুপিয়ে জখম করে সর্বস্ব লুট করেছে ছিনতাইকারীরা। পরে পালানোর সময় চক্রের তিনজনকে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগী পথচারীকে পঙ্গু হাসপাতালে আর ছিনতাই চক্রের সদস্যদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধ মিনা বাজারের বিপরীতে ঘটনাটি ঘটে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, আমরা তিনজনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছি। তারা ছিনতাই চক্রের সদস্য। ঢাকা উদ্যান ও বসিলা এলাকায় তাদের বসবাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অটোরিকশা ও ইজিবাইক দিয়ে প্রায়ই ছিনতাই করে আসছে একটি চক্র। এই চক্রের কয়েকজন সদস্য গত পরশু দিন দেশীয় অস্ত্রসহ ধরা পরে ছিল। গতকাল তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। আজ তারা আবার একই কাজ করেছে।
স্থানীয়দের ভাষ্য, ইজিবাইকে চালকসহ পাঁচজন ছিনতাইকারী ছিল। ইজিবাইক চালকও এই ছিনতাই চক্রের সদস্য। তারা ইজিবাইকে বেড়িবাঁধে ঘোরাঘুরি করে। চলমান লোকজনকে শনাক্ত করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর যা পায় তা ছিনিয়ে নিয়ে নিরিবিলি এলাকায় চলে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, থানার একজন অফিসারকে পাঠানো হয়েছে। তিনি আসলে আসল ঘটনা জানা যাবে।
রাজধানীর মোহাম্মদপুর থানার মীনাবাজার বেড়িবাঁধে এক পথচারীকে আটকে কুপিয়ে জখম করে সর্বস্ব লুট করেছে ছিনতাইকারীরা। পরে পালানোর সময় চক্রের তিনজনকে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগী পথচারীকে পঙ্গু হাসপাতালে আর ছিনতাই চক্রের সদস্যদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধ মিনা বাজারের বিপরীতে ঘটনাটি ঘটে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, আমরা তিনজনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছি। তারা ছিনতাই চক্রের সদস্য। ঢাকা উদ্যান ও বসিলা এলাকায় তাদের বসবাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অটোরিকশা ও ইজিবাইক দিয়ে প্রায়ই ছিনতাই করে আসছে একটি চক্র। এই চক্রের কয়েকজন সদস্য গত পরশু দিন দেশীয় অস্ত্রসহ ধরা পরে ছিল। গতকাল তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। আজ তারা আবার একই কাজ করেছে।
স্থানীয়দের ভাষ্য, ইজিবাইকে চালকসহ পাঁচজন ছিনতাইকারী ছিল। ইজিবাইক চালকও এই ছিনতাই চক্রের সদস্য। তারা ইজিবাইকে বেড়িবাঁধে ঘোরাঘুরি করে। চলমান লোকজনকে শনাক্ত করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর যা পায় তা ছিনিয়ে নিয়ে নিরিবিলি এলাকায় চলে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, থানার একজন অফিসারকে পাঠানো হয়েছে। তিনি আসলে আসল ঘটনা জানা যাবে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৮ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫