Ajker Patrika

ছিনতাইয়ে বাধা দেওয়ায় পথচারীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১: ১৪
ছিনতাইয়ে বাধা দেওয়ায় পথচারীকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুর থানার মীনাবাজার বেড়িবাঁধে এক পথচারীকে আটকে কুপিয়ে জখম করে সর্বস্ব লুট করেছে ছিনতাইকারীরা। পরে পালানোর সময় চক্রের তিনজনকে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগী পথচারীকে পঙ্গু হাসপাতালে আর ছিনতাই চক্রের সদস্যদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছে। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধ মিনা বাজারের বিপরীতে ঘটনাটি ঘটে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, আমরা তিনজনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছি। তারা ছিনতাই চক্রের সদস্য। ঢাকা উদ্যান ও বসিলা এলাকায় তাদের বসবাস। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অটোরিকশা ও ইজিবাইক দিয়ে প্রায়ই ছিনতাই করে আসছে একটি চক্র। এই চক্রের কয়েকজন সদস্য গত পরশু দিন দেশীয় অস্ত্রসহ ধরা পরে ছিল। গতকাল তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। আজ তারা আবার একই কাজ করেছে। 

স্থানীয়দের ভাষ্য, ইজিবাইকে চালকসহ পাঁচজন ছিনতাইকারী ছিল। ইজিবাইক চালকও এই ছিনতাই চক্রের সদস্য। তারা ইজিবাইকে বেড়িবাঁধে ঘোরাঘুরি করে। চলমান লোকজনকে শনাক্ত করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর যা পায় তা ছিনিয়ে নিয়ে নিরিবিলি এলাকায় চলে যায়। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, থানার একজন অফিসারকে পাঠানো হয়েছে। তিনি আসলে আসল ঘটনা জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত