মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে বাল্যবিবাহের অপরাধে কাজী ও কনের পিতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মাধুশাল গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার মাধুশাল গ্রামের বাবুল মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রিমি আক্তারকে (১৪) গত বৃহস্পতিবার মধ্যরাতে পরিবার গোপনে উপজেলার হাতিরদীয়া এলাকার এক প্রবাসীর সঙ্গে বিয়ের আয়োজন করে। খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেম সেখানে যান। তখন ঘড়ির কাঁটায় রাত ১২টা পার। বিয়ের কাজ সম্পন্ন করে বরপক্ষের লোকজনও চলে গেছে। কিন্তু বিষয়টি রিমির পিতা, বাড়ির লোকজনসহ এলাকার নিকাহ রেজিস্ট্রার সবাই অস্বীকার করেন।
এ অবস্থায় আদালত তাঁদের হাতে থাকা বিয়ের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে তুলে ধরলে সব স্বীকার করেন তাঁরা। ঘটনাটি প্রমাণিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত মেয়ের পিতা বাবুল মিয়া ও নিকাহ রেজিস্ট্রার আলফাজ উদ্দীনকে বাল্যবিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পরে আদালত বরের হাতিরদীয়া গ্রামের বাড়িতে যান। কিন্তু খবর পেয়ে আগেই তাঁরা সরে পড়েন।
এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেমের সঙ্গে যোগাযোগ করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
নরসিংদীর মনোহরদীতে বাল্যবিবাহের অপরাধে কাজী ও কনের পিতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মাধুশাল গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার মাধুশাল গ্রামের বাবুল মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রিমি আক্তারকে (১৪) গত বৃহস্পতিবার মধ্যরাতে পরিবার গোপনে উপজেলার হাতিরদীয়া এলাকার এক প্রবাসীর সঙ্গে বিয়ের আয়োজন করে। খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেম সেখানে যান। তখন ঘড়ির কাঁটায় রাত ১২টা পার। বিয়ের কাজ সম্পন্ন করে বরপক্ষের লোকজনও চলে গেছে। কিন্তু বিষয়টি রিমির পিতা, বাড়ির লোকজনসহ এলাকার নিকাহ রেজিস্ট্রার সবাই অস্বীকার করেন।
এ অবস্থায় আদালত তাঁদের হাতে থাকা বিয়ের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে তুলে ধরলে সব স্বীকার করেন তাঁরা। ঘটনাটি প্রমাণিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত মেয়ের পিতা বাবুল মিয়া ও নিকাহ রেজিস্ট্রার আলফাজ উদ্দীনকে বাল্যবিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পরে আদালত বরের হাতিরদীয়া গ্রামের বাড়িতে যান। কিন্তু খবর পেয়ে আগেই তাঁরা সরে পড়েন।
এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেমের সঙ্গে যোগাযোগ করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে