নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আসাদগেটে চলন্ত বাসে রাব্বি হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন জিতু, জসিম, মোস্তফা, জুবায়ের ও রাব্বি। দুই দিনের রিমান্ড শেষে তাঁদের তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করেন। কারাগারে আটক রাখার প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার তাঁদের রিমান্ডে নেওয়া হয়। বুধবার এই পাঁচজনসহ সাতজনকে আদালতে পাঠানো হয়। ওই দিন ফারুক নামে এক আসামি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠানো হয়।
গাজীপুরে টিকটকারদের পুল পার্টি শেষে ঢাকায় ফেরার পথে রাত আটটার দিকে রাজধানীর আসাদগেটে বাস পৌঁছানোর পর গাঁজা সেবন ও ইভটিজিংকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি পরে হাতাহাতি হয়। সিনিয়র গ্রুপের রাব্বি ছুরি নিয়ে জুনিয়রদের দিকে তেড়ে যান। জুনিয়ররা চাকুটি কেড়ে নিয়ে তাকেসহ আরেকজনকে ছুরিকাঘাতে আহত করে। পরে রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে মারা যান। শাওন নামে আহত অন্যজনের অবস্থা স্থিতিশীল।
এ ঘটনায় বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর আসাদগেটে চলন্ত বাসে রাব্বি হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন জিতু, জসিম, মোস্তফা, জুবায়ের ও রাব্বি। দুই দিনের রিমান্ড শেষে তাঁদের তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করেন। কারাগারে আটক রাখার প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার তাঁদের রিমান্ডে নেওয়া হয়। বুধবার এই পাঁচজনসহ সাতজনকে আদালতে পাঠানো হয়। ওই দিন ফারুক নামে এক আসামি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠানো হয়।
গাজীপুরে টিকটকারদের পুল পার্টি শেষে ঢাকায় ফেরার পথে রাত আটটার দিকে রাজধানীর আসাদগেটে বাস পৌঁছানোর পর গাঁজা সেবন ও ইভটিজিংকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি পরে হাতাহাতি হয়। সিনিয়র গ্রুপের রাব্বি ছুরি নিয়ে জুনিয়রদের দিকে তেড়ে যান। জুনিয়ররা চাকুটি কেড়ে নিয়ে তাকেসহ আরেকজনকে ছুরিকাঘাতে আহত করে। পরে রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে মারা যান। শাওন নামে আহত অন্যজনের অবস্থা স্থিতিশীল।
এ ঘটনায় বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে