উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বেকার বলায় ডালিমের (২৬) সঙ্গে কথা-কাটকাটি হয় মনসুর বিল্লাহর (২৪)। এরই জেরে ছুরিকাঘাতে নিহত হন পোশাককর্মী ডালিম। এ ঘটনায় অভিযুক্ত মনসুর বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানাধীন আবদুল্লাহপুর পেট্রলপাম্পের পাশে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ডালিম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মো. সুরুজ মিয়ার ছেলে। তিনি আবদুল্লাহপুরের বেঙ্গল গার্মেন্টসে কাজ করতেন। অন্যদিকে গ্রেপ্তারকৃত মনসুর বিল্লাহর বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে। উভয়ে আবদুল্লাহপুর বেড়িবাঁধের বাবু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত ডালিমের ছোট ভাই আলিম আজকের পত্রিকাকে জানান, গার্মেন্টস ছুটি হলে বাসায় ফেরার পথে আবদুল্লাহপুরে ডালিমকে পেছন দিক থেকে পিঠে ছুরিকাঘাত করে মনসুর বিল্লাহ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে ডালিম মারা যান।
তিনি আরও জানান, ছুরিকাঘাতের ঘটনায় মনসুর বিল্লাহকে আটক করে পুলিশের কাছ সোপর্দ করেন স্থানীয়রা।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ঘাতক মনসুর কোনো কিছুই করেন না, বেকার। নিহত ডালিম পোশাকশ্রমিক। গার্মেন্টস থেকে বাসায় ফেরার পথে ডালিমের সঙ্গে মানসুরের তর্কবিতর্ক হয়। পরে মনসুরকে বেকার বলায় ডালিমকে তিনি ছুরিকাঘাত করেন।
ওসি বলেন, এ ঘটনায় ডালিমের ভাই বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। কিন্তু ভোরে ডালিম মারা যাওয়ায় ওই মামলা হত্যা মামলায় পরিণত হবে। ঘাতক মুনসুরকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর উত্তরায় বেকার বলায় ডালিমের (২৬) সঙ্গে কথা-কাটকাটি হয় মনসুর বিল্লাহর (২৪)। এরই জেরে ছুরিকাঘাতে নিহত হন পোশাককর্মী ডালিম। এ ঘটনায় অভিযুক্ত মনসুর বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানাধীন আবদুল্লাহপুর পেট্রলপাম্পের পাশে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ডালিম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মো. সুরুজ মিয়ার ছেলে। তিনি আবদুল্লাহপুরের বেঙ্গল গার্মেন্টসে কাজ করতেন। অন্যদিকে গ্রেপ্তারকৃত মনসুর বিল্লাহর বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে। উভয়ে আবদুল্লাহপুর বেড়িবাঁধের বাবু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত ডালিমের ছোট ভাই আলিম আজকের পত্রিকাকে জানান, গার্মেন্টস ছুটি হলে বাসায় ফেরার পথে আবদুল্লাহপুরে ডালিমকে পেছন দিক থেকে পিঠে ছুরিকাঘাত করে মনসুর বিল্লাহ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে ডালিম মারা যান।
তিনি আরও জানান, ছুরিকাঘাতের ঘটনায় মনসুর বিল্লাহকে আটক করে পুলিশের কাছ সোপর্দ করেন স্থানীয়রা।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ঘাতক মনসুর কোনো কিছুই করেন না, বেকার। নিহত ডালিম পোশাকশ্রমিক। গার্মেন্টস থেকে বাসায় ফেরার পথে ডালিমের সঙ্গে মানসুরের তর্কবিতর্ক হয়। পরে মনসুরকে বেকার বলায় ডালিমকে তিনি ছুরিকাঘাত করেন।
ওসি বলেন, এ ঘটনায় ডালিমের ভাই বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। কিন্তু ভোরে ডালিম মারা যাওয়ায় ওই মামলা হত্যা মামলায় পরিণত হবে। ঘাতক মুনসুরকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে