২ জাপানি পর্যটকের মালামাল ছিনতাই মামলার আসামি স্বপন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ১৮: ৫৫
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৯: ০৫

দুই জাপানি পর্যটকের টাকাপয়সা, মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার আসামি খাইরুল ইসলাম স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ নির্দেশ দেন।

আজ এক দিনের রিমান্ড শেষে আসামি স্বপনকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) শামছুল আলম তাঁকে কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ইশারাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

গত শুক্রবার স্বপনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

দুই জাপানি নাগরিক ২১ এপ্রিল বাংলাদেশে আসেন। ২৪ এপ্রিল সন্ধ্যায় মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে যান ওই দুই জাপানি নাগরিক। তাঁরা সেখানে ছবি তোলেন এবং ঘুরে দেখেন। একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। তাঁদের কাছ থেকে পাসপোর্ট, ১ লাখ ৫৩ হাজার জাপানি ইয়েন, বাংলাদেশি ২৮ হাজার টাকা, দুটি আইফোন, দুটি ক্রেডিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয়।

ছিনতাইকারীদের কবলে পড়ে ভীতসন্ত্রস্ত হয়ে হোটেলে চলে যান ওই দুই জাপানি নাগরিক। পরদিন ২৫ এপ্রিল দুপুরে হোটেলের ম্যানেজার তারেক আহমেদ মোহাম্মদপুর থানায় ফোন দিয়ে বিষয়টি জানান। দুই বিদেশি নাগরিকসহ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তাঁদের থানায় যেতে বলেন। ম্যানেজার তারেক দুই পর্যটককে নিয়ে মোহাম্মদপুর থানায় যান। তাঁরা একটি ছিনতাই মামলা করেন। 

মামলার পর বধ্যভূমি এলাকার সিসি ক্যামেরা ফুটেজ এবং ঘটনার দিন সেখানে উপস্থিত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। ২৭ এপ্রিল মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে খায়রুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার স্বপনের তথ্যের ভিত্তিতে রায়েরবাজার শুঁটকির আড়তের পেছনের কবরস্থানের দেয়ালসংলগ্ন মাঠ থেকে দুই পর্যটকের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড ও একটি ছেঁড়া পাসপোর্ট উদ্ধার করা হয়। 

মোহাম্মদপুর থানা-পুলিশের অপর একটি দল চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে জিহাদুল ইসলাম মামুন ও আবু রাসেল প্রত্যয় নামে দুই তরুণকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ওই পর্যটকদের একজনের একটি আইফোন, ৩০ হাজার ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লুটুথ উদ্ধার করা হয়।

গতকাল শনিবার আবু রাসেল প্রত্যয় ও জিহাদুল ইসলাম মামুনকে কারাগারে পাঠানো হয়। প্রত্যয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দুই জাপানি পর্যটকের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের কথা স্বীকার করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত