ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ১৮: ৫৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় মানবপাচার আইনে তাঁদের আরও পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। উভয় রায়েই অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আব্দুল মজিদের ছেলে স্বপন গাজী (৪৫) এবং তাঁর স্ত্রী আঁখি আক্তার তমা (৩৯)। আসামিরা পলাতক রয়েছেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় কিশোরী মর্জিনাকে পাচার করার জন্য নিয়ে আসে এক দম্পতি। সেই রাতেই তাঁকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এতে ব্যর্থ হয়ে কিশোরীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। পরে এই ঘটনায় মামলা দায়ের করা হলে আজ বিচারিক কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবুদ্দিন আহমেদ বলেন, ‘মামলা ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন। এই মামলা একজন আসামি গ্রেপ্তার করা হন। পরে জামিনে বের হন তিনি। ওই সময় গ্রেপ্তারকৃত ওই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। আসামিদের গ্রেপ্তার করার পর এই রায় কার্যকর শুরু হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত