নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রবের তথ্য সংগ্রহকালে দুই সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। তাঁরা হলেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আবির শিকদার ও ডিবিসি নিউজের ভিডিওগ্রাফার মামুন। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ক্লিনিকের দালালেরা হাসপাতালের অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন। এদিন দুপুরে জরুরি বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক বিপুল হাসান নাজমুল। এ সময় এক দালাল টাকার বিনিময়ে রোগীদের সিরিয়াল ভেঙে অন্যকে সুযোগ করে দিচ্ছিলেন। এ নিয়ে দালালদের সঙ্গে রোগীদের বচসা হয়। এ সময় সাংবাদিক আবির ছবি তুললে দালালেরা তাঁকে মারধর করেন। তখন মামুন এগিয়ে গেলে তিনিও মারধরের শিকার হন। পরে সাংবাদিকসহ উপস্থিত লোকজন জাহিদ নামের এক দালালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ভুক্তভোগী আবির বলেন, ‘আমরা মূলত হাসপাতালের ডায়রিয়া পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে গিয়েছিলাম। সেখানে দেখি, জরুরি বিভাগে দালালেরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। এর ছবি তুললে পাঁচ-ছয়জন দালাল আমাদের মারধর করেন। পরে চিকিৎসকের কক্ষে দুই দালালকে আশ্রয় দেন জরুরি বিভাগের লোকজন।’
অন্য ভুক্তভোগী মামুন বলেন, ‘পাঁচ-ছয়জন দালাল জরুরি বিভাগের সামনে আমাকে মেরে রক্তাক্ত করেছেন; কিন্তু হাসপাতালের কেউ এগিয়ে আসেননি।’
হামলার বিষয়ে জানতে নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রবের তথ্য সংগ্রহকালে দুই সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। তাঁরা হলেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আবির শিকদার ও ডিবিসি নিউজের ভিডিওগ্রাফার মামুন। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ক্লিনিকের দালালেরা হাসপাতালের অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন। এদিন দুপুরে জরুরি বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক বিপুল হাসান নাজমুল। এ সময় এক দালাল টাকার বিনিময়ে রোগীদের সিরিয়াল ভেঙে অন্যকে সুযোগ করে দিচ্ছিলেন। এ নিয়ে দালালদের সঙ্গে রোগীদের বচসা হয়। এ সময় সাংবাদিক আবির ছবি তুললে দালালেরা তাঁকে মারধর করেন। তখন মামুন এগিয়ে গেলে তিনিও মারধরের শিকার হন। পরে সাংবাদিকসহ উপস্থিত লোকজন জাহিদ নামের এক দালালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ভুক্তভোগী আবির বলেন, ‘আমরা মূলত হাসপাতালের ডায়রিয়া পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে গিয়েছিলাম। সেখানে দেখি, জরুরি বিভাগে দালালেরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। এর ছবি তুললে পাঁচ-ছয়জন দালাল আমাদের মারধর করেন। পরে চিকিৎসকের কক্ষে দুই দালালকে আশ্রয় দেন জরুরি বিভাগের লোকজন।’
অন্য ভুক্তভোগী মামুন বলেন, ‘পাঁচ-ছয়জন দালাল জরুরি বিভাগের সামনে আমাকে মেরে রক্তাক্ত করেছেন; কিন্তু হাসপাতালের কেউ এগিয়ে আসেননি।’
হামলার বিষয়ে জানতে নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে