Ajker Patrika

মেয়ের বয়সী মেয়েকে নিয়ে পালিয়েছে, স্বামীর বিচার চান অপহরণকারীর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫৩
মেয়ের বয়সী মেয়েকে নিয়ে পালিয়েছে, স্বামীর বিচার চান অপহরণকারীর স্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় স্কুলপড়ুয়া এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীর মা মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা করেছেন। 

গত বুধবার (২ ফেব্রুয়ারি) মামলাটি করা হয়। ছাত্রীর মায়ের অভিযোগ, তাঁদের ভাড়া বাসার ম্যানেজার ও সেলুন দোকানি দীপক চন্দ্র শীল ওরফে সুনীল (৪৫) তাঁর ১৩ বছর বয়সী মেয়েকে অপহরণ করেছে। 

জানা গেছে, অপহরণের শিকার কিশোরী স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ঘটনার দিন ক্লাস শেষে বাসায় ফেরার পথে সুনীল তাকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হচ্ছে।

নিখোঁজ ছাত্রীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে সে মেজো। গত ৩১ জানুয়ারি স্কুল থেকে ফেরার পথে দীপক চন্দ্র শীল আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। দীপকের স্ত্রী-সন্তান আছে। তার পরও আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। পাঁচ দিনেও আমার মেয়ের কোনো সন্ধান পাইনি। থানায় মামলা করেছি।’

এদিকে দীপকের স্ত্রী বলেন, ‘আমার স্বামী অপরাধ করেছে। সে এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন মেয়ের সঙ্গে এমন কাজ করেছে। একবার আমি তাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম। পরে হাত-পা ধরে মাফ চেয়েছে। আমার মেয়ের বয়সী আরেকটি মুসলিম মেয়েকে নিয়ে সে পালিয়েছে। আমি তার বিচার চাই।’

স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় হওয়া মামলার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা কাজ করছেন।’ মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন ওসি।

পরে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সরকার বলেন, ‘আমি কাজ করছি। অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুতই উদ্ধার হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত