Ajker Patrika

রাজধানীতে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৬: ৫০
উদ্ধার করা ল্যাপটপ ও মোবাইল ফোন। ছবি: সংগৃহীত
উদ্ধার করা ল্যাপটপ ও মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহথির মোহাম্মদ খান তমাল ও মো. তোফায়েল আহমেদ।

পুলিশ জানায়, ২১ মার্চ সাকিব নামের এক ব্যক্তি সাবলেট ভাড়া দেওয়ার জন্য মাহথির মোহাম্মদ খান তমালকে তাঁর বাসায় আমন্ত্রণ জানান। বাসাটি পছন্দ হওয়ার পর মাহথির চাবি নিয়ে চলে যান এবং পরদিন প্রয়োজনীয় তথ্য দেওয়ার কথা বলেন। কিন্তু তিনি তালা ভেঙে বাসা থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন ফোন চুরি করেন। সাকিব বিষয়টি বাড্ডা থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করে।

এরপর, ৩০ মার্চ পল্লবীর কালসী এলাকায় এক অভিযানে মাহথির ও তাঁর সহযোগী তোফায়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ ২৮ হাজার টাকা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, চোর চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত