Ajker Patrika

কুড়ালের আঘাতে ‘মাদকাসক্ত’ তরুণকে হত্যা, বৃদ্ধ বাবা আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৪: ৪৭
কুড়ালের আঘাতে ‘মাদকাসক্ত’ তরুণকে হত্যা, বৃদ্ধ বাবা আটক

গাজীপুরের কালীগঞ্জে ‘মাদকাসক্ত’ ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আব্দুর রশিদ বাগমারকে (৭০) আটক করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে উপজেলার জামালপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কাউছার হাবিব (২২)। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজনের বরাত দিয়ে ওসি মাহতাব উদ্দিন জানান, জামালপুর পূর্বপাড়ার কৃষক আব্দুর রশিদের তিন ছেলের মধ্যে ছোট ছিলেন হাবিব। তিনি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে সুবিধাজনক অবস্থান তৈরি করতে না পারায় চার বছর প্রবাসজীবন শেষে দেশে ফেরেন। এক বছর আগে দেশে ফিরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। 

জমানো টাকা মাদকের পেছনে খরচ করে ফেলায় আর্থিক সংকটে পড়ে পরিবার। এ নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় বৃদ্ধ বাবাকে হাবিব মেরে ফেলার হুমকিও দিতেন। এসব সহ্য করতে না পেরে নেশাগ্রস্ত ছেলেকে ঘুমের মধ্যে কুড়ালের আঘাতে হত্যা করেন বৃদ্ধ বাবা। 

ওসি মো. মাহতাব উদ্দিন বলেন, ‘মরদেহ ঘরের মধ্য থেকে উদ্ধার করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠিয়েছি। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভূমিকম্পে ইরাবতী নদীতে ভেঙে পড়ল ব্রিটিশ আমলে নির্মিত সেতু

‘ছেলেকে পিটিয়ে মেরেছে আফসোস নেই, একটাই কষ্ট—নাতি জেলে যাচ্ছে’

জোরালো ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থলে মাত্রা ৭.৭

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

উত্তরায় ফুটপাতে যুবকের মরদেহ, নিতে চায়নি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত