পরীমণি ও রাজের বিরুদ্ধে মাদক–পর্নোগ্রাফিসহ ৩ মামলা করবে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১৬: ৫৭
আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৯: ২০

আলোচিত নায়িকা শামসুননাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে মাদকের মামলা দায়ের হচ্ছে। গতকাল বুধবার বনানীর বাসা থেকে তাঁকে আটক করে র‍্যাব। আজ বৃহস্পতিবার সদর দপ্তরে এ নিয়ে ব্রিফ করে বাহিনীটি।

ব্রিফিংয়ে জানানো হয়, তাঁর বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, ৪ গ্রাম আইস মাদক ও একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বং পাইপও উদ্ধারকে র‍্যাব। বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর আদালত পাঠানো হবে।

চার ঘণ্টার অভিযানে পরীমণিকে আটকের পর রাতে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে মাদকসহ বেশ কিছু পর্নোগ্রাফির আলামত জব্দ করা হয়। তাঁর বাসায় ৯৭০ পিস ইয়াবা ও সীসার উপাদান মিলেছে বলেও দাবি র‍্যাবের।

র‍্যাবের ভাষ্যমতে, রাজের বাসা থেকে ১৪টি বিকৃত যৌনাচার সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত তিনটি মেমোরি কার্ডে বিভিন্ন গোপন পার্টি ও ব্ল্যাকমেইলিংয়ের প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের কর্মকর্তারা। রাজের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলা করবে র‍্যাব। সবগুলো মামলাই হবে বনানী থানায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত