নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে বাস, প্রাইভেটকার ও সিএনজি যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল একটি চক্র। সংঘবদ্ধ এ চক্রের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি।
এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মোটরসাইকেল, স্বর্ণের দুল, নগদ টাকাসহ ছিনতাইয়ে ব্যবহৃত চারটি চাকু জব্দ করা হয়।
গতকাল শুক্রবার ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের বিশেষ অভিযানে রাজধানী ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. মিজান (৩৮), আমিরুল ইসলাম বাবু, শরিফ হোসেন (২৩), হৃদয় (২১), মো. রাজ (২০), মো. সুমন (৩২), সোহেল বাবু (২৬), হৃদয় (২২), মনিরুজ্জামান (৪০), মো. নাজমুল (২৬), মো. মনির (৪০), মো. ইমরান (২০), মো. ফারুক (২৮), আশরাফুল ইসলাম সজিব (৩১), মো. আরিফ (১৪) ও হাসান (২০)।
আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
হারুন অর রশিদ বলেন, ‘গ্রেপ্তার ১৬ জনের ১২ জনই মাদকাসক্ত। তাঁদের মধ্যে তিনজন মহাজন রয়েছে। যারা নেতৃত্ব দিয়ে থাকেন। চক্রের সদস্যরা রাজধানীর মহাখালী, আমতলী, কাকলী, বনানী, ঢাকা গেইট, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা, জসিম উদ্দিন, আব্দুল্লাহপুর এবং টঙ্গী বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাই করে আসছিল। মিজান, জয়-বাবু ও শরীফের নেতৃত্বে বাস, প্রাইভেটকার ও সিএনজির যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগ ও গলার চেইনসহ মূল্যবান মালামাল কেড়ে ছিনতাই করত চক্রটি।’
ডিবি প্রধান বলেন, ‘মোবাইল ফোন ছিনতাই হলে আমি বলব সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করে করে রাখবেন। জিডির পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়া চেষ্টা করব।’
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবি প্রধান।
রাজধানীর বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে বাস, প্রাইভেটকার ও সিএনজি যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল একটি চক্র। সংঘবদ্ধ এ চক্রের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি।
এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মোটরসাইকেল, স্বর্ণের দুল, নগদ টাকাসহ ছিনতাইয়ে ব্যবহৃত চারটি চাকু জব্দ করা হয়।
গতকাল শুক্রবার ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের বিশেষ অভিযানে রাজধানী ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. মিজান (৩৮), আমিরুল ইসলাম বাবু, শরিফ হোসেন (২৩), হৃদয় (২১), মো. রাজ (২০), মো. সুমন (৩২), সোহেল বাবু (২৬), হৃদয় (২২), মনিরুজ্জামান (৪০), মো. নাজমুল (২৬), মো. মনির (৪০), মো. ইমরান (২০), মো. ফারুক (২৮), আশরাফুল ইসলাম সজিব (৩১), মো. আরিফ (১৪) ও হাসান (২০)।
আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
হারুন অর রশিদ বলেন, ‘গ্রেপ্তার ১৬ জনের ১২ জনই মাদকাসক্ত। তাঁদের মধ্যে তিনজন মহাজন রয়েছে। যারা নেতৃত্ব দিয়ে থাকেন। চক্রের সদস্যরা রাজধানীর মহাখালী, আমতলী, কাকলী, বনানী, ঢাকা গেইট, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা, জসিম উদ্দিন, আব্দুল্লাহপুর এবং টঙ্গী বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাই করে আসছিল। মিজান, জয়-বাবু ও শরীফের নেতৃত্বে বাস, প্রাইভেটকার ও সিএনজির যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগ ও গলার চেইনসহ মূল্যবান মালামাল কেড়ে ছিনতাই করত চক্রটি।’
ডিবি প্রধান বলেন, ‘মোবাইল ফোন ছিনতাই হলে আমি বলব সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করে করে রাখবেন। জিডির পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়া চেষ্টা করব।’
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবি প্রধান।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে