মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে অপহরণের চার দিনেও ইতালিপ্রবাসী এক কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে মেয়ের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা ও বাবা। তবে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজনেরা জানান, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর দেশে আসেন নোভা (১৫)। এরপর মা-বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যান ওই কিশোরী। গত সোমবার সকালে শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে তাকে তুলে যাস আফজাল হোসেন শাওনসহ তাঁর সহযোগীরা। এরপরেই আর কোনো সন্ধান পাওয়া যায়নি তাঁর। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
কিশোরীর বাবা রিপন চোকদার বলেন, ‘আমার মেয়ে এখনো বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না। দেশের টাকাও চিনে না। মেয়েকে কৌশলে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই। আর আমি আমার মেয়েকে দ্রুত ফেরত চাই।’
কিশোরীর ফুপা সামচুদ্দিন মাতুব্বর বলেন, ‘নোভা সকালে ব্রাশ করতে বাড়ির সামনের সড়কে আসে। এ সময় কতিপয় সন্ত্রাসীরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। এদিকে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন পলাতক রয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মাদারীপুরে অপহরণের চার দিনেও ইতালিপ্রবাসী এক কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে মেয়ের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা ও বাবা। তবে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজনেরা জানান, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর দেশে আসেন নোভা (১৫)। এরপর মা-বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যান ওই কিশোরী। গত সোমবার সকালে শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে তাকে তুলে যাস আফজাল হোসেন শাওনসহ তাঁর সহযোগীরা। এরপরেই আর কোনো সন্ধান পাওয়া যায়নি তাঁর। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
কিশোরীর বাবা রিপন চোকদার বলেন, ‘আমার মেয়ে এখনো বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না। দেশের টাকাও চিনে না। মেয়েকে কৌশলে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই। আর আমি আমার মেয়েকে দ্রুত ফেরত চাই।’
কিশোরীর ফুপা সামচুদ্দিন মাতুব্বর বলেন, ‘নোভা সকালে ব্রাশ করতে বাড়ির সামনের সড়কে আসে। এ সময় কতিপয় সন্ত্রাসীরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। এদিকে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন পলাতক রয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে