গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে পোশাকশ্রমিক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
র্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাহিদুল ইসলাম জেলার শ্রীপুর থানার কেওয়া চন্নাপাড়া এলাকায় আত্মগোপনে আছেন। এরপর গতকাল শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। পরে রাতেই তাঁকে জিএমপি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন,‘গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে থানায় সোপর্দ করেছে র্যাব। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে।’
এর আগে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন গাজীপুর মহানগরীর বাসন থানার বাড়িয়ালী এলাকার জসিম উদ্দিন (২২) এবং একই থানার বারবৈকা এলাকার মনির হোসেন (২৮)।
ধর্ষণের শিকার তরুণীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত ২১ অক্টোবর সকালে তিনি ছোট ভাইকে সঙ্গে নিয়ে টেকনগপাড়ায় এক বান্ধবীর বাসায় বেড়াতে যান। সেখান থেকে দুপুর ১২টার দিকে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। পথে চার যুবক তাঁদের ভয় দেখিয়ে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যান। পরে দক্ষিণ সালনার বাতানিয়া টেকের একটি জঙ্গলে নিয়ে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রাখে তাঁকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে তিনি পালিয়ে স্থানীয় এক বাসায় ঢোকেন এবং ওই বাসার লোকজনকে ঘটনাটি জানান। এ সময় যুবকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
পরে থানায় চারজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা হয়।
গাজীপুরে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে পোশাকশ্রমিক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
র্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাহিদুল ইসলাম জেলার শ্রীপুর থানার কেওয়া চন্নাপাড়া এলাকায় আত্মগোপনে আছেন। এরপর গতকাল শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। পরে রাতেই তাঁকে জিএমপি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন,‘গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে থানায় সোপর্দ করেছে র্যাব। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে।’
এর আগে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন গাজীপুর মহানগরীর বাসন থানার বাড়িয়ালী এলাকার জসিম উদ্দিন (২২) এবং একই থানার বারবৈকা এলাকার মনির হোসেন (২৮)।
ধর্ষণের শিকার তরুণীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত ২১ অক্টোবর সকালে তিনি ছোট ভাইকে সঙ্গে নিয়ে টেকনগপাড়ায় এক বান্ধবীর বাসায় বেড়াতে যান। সেখান থেকে দুপুর ১২টার দিকে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। পথে চার যুবক তাঁদের ভয় দেখিয়ে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যান। পরে দক্ষিণ সালনার বাতানিয়া টেকের একটি জঙ্গলে নিয়ে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রাখে তাঁকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে তিনি পালিয়ে স্থানীয় এক বাসায় ঢোকেন এবং ওই বাসার লোকজনকে ঘটনাটি জানান। এ সময় যুবকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
পরে থানায় চারজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা হয়।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে