শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কাউন্টারের সামনে থেকে যাত্রী তোলার সময় রাজা–বাদশা পরিবহনের একটি বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হেলমেট পরে মোটর সাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ওই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। আশপাশের মানুষজন ছুটে গিয়ে আগুন নেভায়।
সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে টের পেয়ে বাস থেকে দ্রুত নেমে যাওয়ায় যাত্রীরা প্রাণে বেঁচে যান।
ওই পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক অভি আরাফাত অনিক জানান, আগুনে বাসটির সাতটি সিটসহ পেছনের অংশ পুড়ে গেছে।
কাউন্টারের ব্যবস্থাপক জানান, ময়মনসিংহের ভালুকা থেকে রাজা–বাদশা পরিবহনের পাবনাগামী একটি বাস ১১ জন যাত্রী নিয়ে রাত প্রায় পৌনে ৮টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি কাউন্টারের সামনে দাঁড়ায়। সেখান থেকে যাত্রী তোলার সময় আচমকা হেলমেট পরে মোটর সাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত বাসটির পেছনে পেট্রল ছুড়ে আগুন দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা উত্তর দিকে পালিয়ে যায়।
মাওনা মহাসড়ক থানার ওসি আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনা শুনেছি। পেছনের কয়েকটি সিট পুড়ে গেছে। পরে চালক বাস নিয়ে চলে যান।’
গাজীপুরের শ্রীপুরে কাউন্টারের সামনে থেকে যাত্রী তোলার সময় রাজা–বাদশা পরিবহনের একটি বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হেলমেট পরে মোটর সাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ওই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। আশপাশের মানুষজন ছুটে গিয়ে আগুন নেভায়।
সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে টের পেয়ে বাস থেকে দ্রুত নেমে যাওয়ায় যাত্রীরা প্রাণে বেঁচে যান।
ওই পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক অভি আরাফাত অনিক জানান, আগুনে বাসটির সাতটি সিটসহ পেছনের অংশ পুড়ে গেছে।
কাউন্টারের ব্যবস্থাপক জানান, ময়মনসিংহের ভালুকা থেকে রাজা–বাদশা পরিবহনের পাবনাগামী একটি বাস ১১ জন যাত্রী নিয়ে রাত প্রায় পৌনে ৮টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি কাউন্টারের সামনে দাঁড়ায়। সেখান থেকে যাত্রী তোলার সময় আচমকা হেলমেট পরে মোটর সাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত বাসটির পেছনে পেট্রল ছুড়ে আগুন দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা উত্তর দিকে পালিয়ে যায়।
মাওনা মহাসড়ক থানার ওসি আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনা শুনেছি। পেছনের কয়েকটি সিট পুড়ে গেছে। পরে চালক বাস নিয়ে চলে যান।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে