কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে অপরের জমিকে নিজের দাবি করে সেখানে লাগানো বেশ কিছু চারাগাছ কেটে ফেলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের আটলাব পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. শাহজাহান মোল্লা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা মেলে। এ সময় অভিযুক্ত জামাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, ‘আমার জায়গার গাছ আমি কেটেছি এতে কার কী?’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওই সময়কার বিচার মানি না।’ বিচার না মানলে আইনগত ব্যবস্থা নিতে পারতেন, গাছ কাটলেন কেন জানতে চাইলে জবাবে জামাল উদ্দিন বলেন, ‘জমি ওদের হলে আমি গাছ কাটার জরিমানা দিব।’
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে প্রতিবেশীর কেনা সম্পত্তি দখল করার চেষ্টা করা হয়। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগীদের অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন। এর প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা মারতে যান। একপর্যায়ে ভুক্তভোগীদের কেনা জমির বেশ কিছু আম, জাম, কাঁঠাল, আমলকী ও জলপাইগাছের চারা কেটে নেন। বাধা দিলে প্রতিবেশী কাশেম ও শাহজাহানকে মারধর করা হয়। এ সময় তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান। এ বিষয়ে আজ মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল আওয়াল বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি জমির কাগজপত্র নিয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে বিষয়টি সমাধানের জন্য ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার বিচার সালিস হয়েছে। কাগজপত্র দেখে সালিসের রায় দিলেও জামাল ও তাঁর লোকজন তা মানেননি। তবে তাঁরা চাইলে বিষয়টি মীমাংসার জন্য আমি আবারও চেষ্টা করব।’
গাজীপুরের কালীগঞ্জে অপরের জমিকে নিজের দাবি করে সেখানে লাগানো বেশ কিছু চারাগাছ কেটে ফেলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের আটলাব পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. শাহজাহান মোল্লা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা মেলে। এ সময় অভিযুক্ত জামাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, ‘আমার জায়গার গাছ আমি কেটেছি এতে কার কী?’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওই সময়কার বিচার মানি না।’ বিচার না মানলে আইনগত ব্যবস্থা নিতে পারতেন, গাছ কাটলেন কেন জানতে চাইলে জবাবে জামাল উদ্দিন বলেন, ‘জমি ওদের হলে আমি গাছ কাটার জরিমানা দিব।’
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে প্রতিবেশীর কেনা সম্পত্তি দখল করার চেষ্টা করা হয়। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগীদের অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন। এর প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা মারতে যান। একপর্যায়ে ভুক্তভোগীদের কেনা জমির বেশ কিছু আম, জাম, কাঁঠাল, আমলকী ও জলপাইগাছের চারা কেটে নেন। বাধা দিলে প্রতিবেশী কাশেম ও শাহজাহানকে মারধর করা হয়। এ সময় তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান। এ বিষয়ে আজ মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল আওয়াল বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি জমির কাগজপত্র নিয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে বিষয়টি সমাধানের জন্য ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার বিচার সালিস হয়েছে। কাগজপত্র দেখে সালিসের রায় দিলেও জামাল ও তাঁর লোকজন তা মানেননি। তবে তাঁরা চাইলে বিষয়টি মীমাংসার জন্য আমি আবারও চেষ্টা করব।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে