নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি রাজধনীর কল্যাণপুরে সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার অকটেন কিনে প্রতারিত হয়ে প্রতিবাদ করেন ইসতিয়াক আহমদ। পরে তাঁর দেওয়া লিখিত অভিযোগের শুনানিতে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় ভুক্তভোগীর হাতে ক্ষতিপূরণের ২৫ হাজার টাকা তুলে দেন তিনি।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশনে জ্বালানি তেল কিনতে যান ইসতিয়াক। কিন্তু তেলের পরিমাণ কম দেওয়ায় প্রতিবাদ করেন তিনি। একটি কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে কয়েক ঘণ্টা ওই পাম্পে অবস্থান করেন। তাঁর এই প্রতিবাদ অল্প সময়ের মধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি নিয়ে ভোক্তা অধিকারের পক্ষ থেকে বেসরকারি ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক আহমদের সঙ্গে যোগাযোগ করা হয়। ইসতিয়াক মঙ্গলবার ভোক্তা অধিকারে গিয়ে অভিযোগ করেন, যার পরিপ্রেক্ষিতে সোহরাব সার্ভিস স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে গত ২ আগস্ট তেল কম দেওয়ার অভিযোগে সোহরাব সার্ভিস স্টেশনে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় পেট্রোল পাম্পটির দুটি ইউনিটে প্রতি ১০ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার করে কম দেওয়ায় ২ লাখ টাকা জরিমানা করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে গত চার দিনে ১৮০ টাকার তেল কম দিয়ে ৩ লাখ টাকা জরিমানা গুনল প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধনীর কল্যাণপুরে সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার অকটেন কিনে প্রতারিত হয়ে প্রতিবাদ করেন ইসতিয়াক আহমদ। পরে তাঁর দেওয়া লিখিত অভিযোগের শুনানিতে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় ভুক্তভোগীর হাতে ক্ষতিপূরণের ২৫ হাজার টাকা তুলে দেন তিনি।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশনে জ্বালানি তেল কিনতে যান ইসতিয়াক। কিন্তু তেলের পরিমাণ কম দেওয়ায় প্রতিবাদ করেন তিনি। একটি কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে কয়েক ঘণ্টা ওই পাম্পে অবস্থান করেন। তাঁর এই প্রতিবাদ অল্প সময়ের মধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি নিয়ে ভোক্তা অধিকারের পক্ষ থেকে বেসরকারি ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক আহমদের সঙ্গে যোগাযোগ করা হয়। ইসতিয়াক মঙ্গলবার ভোক্তা অধিকারে গিয়ে অভিযোগ করেন, যার পরিপ্রেক্ষিতে সোহরাব সার্ভিস স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে গত ২ আগস্ট তেল কম দেওয়ার অভিযোগে সোহরাব সার্ভিস স্টেশনে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় পেট্রোল পাম্পটির দুটি ইউনিটে প্রতি ১০ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার করে কম দেওয়ায় ২ লাখ টাকা জরিমানা করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে গত চার দিনে ১৮০ টাকার তেল কম দিয়ে ৩ লাখ টাকা জরিমানা গুনল প্রতিষ্ঠানটি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে