নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নর্দ্দা এলাকায় গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চোর সন্দেহে আটক করা হয় রিকশাচালক শাকিলকে (২৫)। এরপর হাত, পা, চোখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত শাকিল দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শাকিলকে মারধর করা হয়। রাতে ছাদ থেকে তাঁকে ফেলে দেওয়া হয়। শাকিলের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তাঁর একটি আড়াই বছরের ছেলে আছে।
জানা যায়, কয়েক দিন আগে নর্দ্দার জাহাঙ্গীর সাহেবের বাড়ি নামে পরিচিত একটি বাড়ি থেকে কিছু বৈদ্যুতিক তার চুরি হয়। সেগুলোর দাম ছিল প্রায় এক হাজার টাকার মতো। সে সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চুরিতে জড়িত একজনকে শনাক্ত করা হয়। তাঁকে আটক করে মারধর করে চুরির ঘটনায় আর কেউ সম্পৃক্ত কি না এ তথ্য জানতে চান বাসিন্দারা। এ সময় শাকিলের সম্পৃক্ততার কথা জানালে তাঁকে ডেকে নিয়ে যান। পরে ৯ তলা বাড়ির ছাদে নিয়ে হাত-পা-চোখ বেঁধে তাঁকে মারধর করা হয়।
শাকিলের এক আত্মীয় জানান, এটা সম্পূর্ণ মিথ্যা। এর কোনো তথ্য-প্রমাণও নেই। সেদিন রিকশা চালিয়ে শাকিল চা দোকানে বসে চা খাচ্ছিল। দুজন ছেলে এসে তাকে ডেকে নিয়ে যায়। ৯ তলা বাড়ির ছাদে নিয়ে হাত-পা-চোখ বেঁধে তাকে মারধর করে।
তিনি আরও বলেন, ‘তাকে মারধর করে চুরি করা তার কোথায় আছে জানতে চাওয়া হয়। সে চুরির বিষয়ে কিছুই জানত না। তাই যতই মারধর করুক এ বিষয়ে সে বলতে পারেনি। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা হাত-পা-চোখ বাঁধা অবস্থায় ছাদ থেকে ফেলে দেয়।’
এ ঘটনায় শাকিলের বাবা আলেক মিয়া বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ভবনের মালিকের ছেলে ইমরান হোসেন শুভকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, চুরির সন্দেহে মারধর করে তাঁকে হত্যা করেছে। এ ঘটনায় তাঁর পরিবার একটি মামলা করেছে। মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে এক দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ঘটনায় জড়িত অজ্ঞাত আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর নর্দ্দা এলাকায় গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চোর সন্দেহে আটক করা হয় রিকশাচালক শাকিলকে (২৫)। এরপর হাত, পা, চোখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত শাকিল দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শাকিলকে মারধর করা হয়। রাতে ছাদ থেকে তাঁকে ফেলে দেওয়া হয়। শাকিলের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তাঁর একটি আড়াই বছরের ছেলে আছে।
জানা যায়, কয়েক দিন আগে নর্দ্দার জাহাঙ্গীর সাহেবের বাড়ি নামে পরিচিত একটি বাড়ি থেকে কিছু বৈদ্যুতিক তার চুরি হয়। সেগুলোর দাম ছিল প্রায় এক হাজার টাকার মতো। সে সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চুরিতে জড়িত একজনকে শনাক্ত করা হয়। তাঁকে আটক করে মারধর করে চুরির ঘটনায় আর কেউ সম্পৃক্ত কি না এ তথ্য জানতে চান বাসিন্দারা। এ সময় শাকিলের সম্পৃক্ততার কথা জানালে তাঁকে ডেকে নিয়ে যান। পরে ৯ তলা বাড়ির ছাদে নিয়ে হাত-পা-চোখ বেঁধে তাঁকে মারধর করা হয়।
শাকিলের এক আত্মীয় জানান, এটা সম্পূর্ণ মিথ্যা। এর কোনো তথ্য-প্রমাণও নেই। সেদিন রিকশা চালিয়ে শাকিল চা দোকানে বসে চা খাচ্ছিল। দুজন ছেলে এসে তাকে ডেকে নিয়ে যায়। ৯ তলা বাড়ির ছাদে নিয়ে হাত-পা-চোখ বেঁধে তাকে মারধর করে।
তিনি আরও বলেন, ‘তাকে মারধর করে চুরি করা তার কোথায় আছে জানতে চাওয়া হয়। সে চুরির বিষয়ে কিছুই জানত না। তাই যতই মারধর করুক এ বিষয়ে সে বলতে পারেনি। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা হাত-পা-চোখ বাঁধা অবস্থায় ছাদ থেকে ফেলে দেয়।’
এ ঘটনায় শাকিলের বাবা আলেক মিয়া বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ভবনের মালিকের ছেলে ইমরান হোসেন শুভকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, চুরির সন্দেহে মারধর করে তাঁকে হত্যা করেছে। এ ঘটনায় তাঁর পরিবার একটি মামলা করেছে। মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে এক দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ঘটনায় জড়িত অজ্ঞাত আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
৬ ঘণ্টা আগেরাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২১ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২১ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২১ দিন আগে