নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্বশত্রুতার জেরে প্রবাসী মাহবুব হোসেন (২৮) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাদ্দাম হোসেনকে (২২) চট্টগ্রামের হাটহাজারী থানার চারতি নোয়াহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
নিহত মাহবুব হোসেন ওমানে প্রবাসী ছিলেন। করোনাকালে তিনি দেশে চলে আসেন। পরে বাবার চায়ের দোকানে সময় দিতেন।
বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, হত্যাকাণ্ডের বেশ কয়েক দিন আগে সাদ্দাম একটি স্যামসাং মোবাইল নিয়ে মাহবুবের কাছে আসেন। এরপর ফোনটির সেটিংস পরিবর্তন করে দেওয়ার জন্য বলেন। কিন্তু সাদ্দামের পারিবারিক অবস্থা দেখে মাহবুব এটাকে চোরাই মোবাইল বলে ধারণা করেন। পরে মাহবুর সেটিংস পরিবর্তন না করে দিয়ে ঘুরাতে থাকেন। এমন করে বেশ কয়েক দিন যাওয়ার পর তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে মাহবুবকে হত্যার পরিকল্পনা করেন সাদ্দাম।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সকাল ১০টায় ধন্যপুরে মাহবুবকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর মরদেহ লুকানোর জন্য টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে দেখে ফেলেন। পরে মরদেহ ফেলে পালিয়ে যান সাদ্দাম। ওই দিন নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম (২৩) থানায় মামলা করেন। পরে এ ঘটনার তদন্ত শুরু করে সিআইডি।
পূর্বশত্রুতার জেরে প্রবাসী মাহবুব হোসেন (২৮) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাদ্দাম হোসেনকে (২২) চট্টগ্রামের হাটহাজারী থানার চারতি নোয়াহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
নিহত মাহবুব হোসেন ওমানে প্রবাসী ছিলেন। করোনাকালে তিনি দেশে চলে আসেন। পরে বাবার চায়ের দোকানে সময় দিতেন।
বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, হত্যাকাণ্ডের বেশ কয়েক দিন আগে সাদ্দাম একটি স্যামসাং মোবাইল নিয়ে মাহবুবের কাছে আসেন। এরপর ফোনটির সেটিংস পরিবর্তন করে দেওয়ার জন্য বলেন। কিন্তু সাদ্দামের পারিবারিক অবস্থা দেখে মাহবুব এটাকে চোরাই মোবাইল বলে ধারণা করেন। পরে মাহবুর সেটিংস পরিবর্তন না করে দিয়ে ঘুরাতে থাকেন। এমন করে বেশ কয়েক দিন যাওয়ার পর তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে মাহবুবকে হত্যার পরিকল্পনা করেন সাদ্দাম।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সকাল ১০টায় ধন্যপুরে মাহবুবকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর মরদেহ লুকানোর জন্য টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে দেখে ফেলেন। পরে মরদেহ ফেলে পালিয়ে যান সাদ্দাম। ওই দিন নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম (২৩) থানায় মামলা করেন। পরে এ ঘটনার তদন্ত শুরু করে সিআইডি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে