অনলাইন ডেস্ক
রাশিয়ায় বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতের এ হামলায় রাশিয়ার দক্ষিণের শহর সারাতভ ও এঙ্গেলসের দুটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে; স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
ব্রায়ানস্কের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ বলেন, রাশিয়ার অভ্যন্তরে বড় রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। তবে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
সারাতভের গভর্নর রোমান বুশারিন বলেন, এঙ্গেলস শহরে রাশিয়ার পারমাণবিক বোমারু বিমানঘাঁটির এলাকার কাছাকাছি একটি শিল্পপ্রতিষ্ঠান ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুশারিন আরও বলেন, সারাতভ ও এঙ্গেলসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থান থেকে অনলাইন মাধ্যমে ক্লাসে অংশ নিতে বলা হয়েছে।
রাশিয়ার তাতারিস্তানের নিজনেকামস্ক শহরে দেশটির অন্যতম প্রধান তেল শোধনাগার তানেকো রিফাইনারিতে হামলার সাইরেন বাজানোর কথা জানিয়েছে শট টেলিগ্রাম চ্যানেল।
ইস্ট মস্কোর কাছে কাজান শহরে একটি শিল্প স্থাপনায় ড্রোন হামলায় আগুন লাগার খবর জানিয়েছে রাশিয়ার অ্যাস্ট্রা নিউজ।
রাশিয়ার শট টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ইউক্রেনের ২০০-র বেশি ড্রোন এবং ৫টি এটিএসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে রাশিয়া।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এসব হামলার কারণে রাশিয়ার বিমান চালনা সংস্থা কজান, সারাতভ, পেঞ্জা, উলিয়ানোভস্ক এবং নিজনেকামস্ক শহরের বিমানবন্দরে ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে ইউক্রেনের এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ইউক্রেনের ১১টি অঞ্চলে রাশিয়ার নিক্ষেপ করা ৮০টি ড্রোনের মধ্যে ৫৮টি ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। কিয়েভ বলছে, সেন্সর জ্যামিংয়ের মাধ্যমে রাশিয়ার ২১টি ড্রোন রাডার থেকে সরিয়ে দিয়েছে তারা।
রাশিয়ায় বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতের এ হামলায় রাশিয়ার দক্ষিণের শহর সারাতভ ও এঙ্গেলসের দুটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে; স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
ব্রায়ানস্কের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ বলেন, রাশিয়ার অভ্যন্তরে বড় রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। তবে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
সারাতভের গভর্নর রোমান বুশারিন বলেন, এঙ্গেলস শহরে রাশিয়ার পারমাণবিক বোমারু বিমানঘাঁটির এলাকার কাছাকাছি একটি শিল্পপ্রতিষ্ঠান ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুশারিন আরও বলেন, সারাতভ ও এঙ্গেলসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থান থেকে অনলাইন মাধ্যমে ক্লাসে অংশ নিতে বলা হয়েছে।
রাশিয়ার তাতারিস্তানের নিজনেকামস্ক শহরে দেশটির অন্যতম প্রধান তেল শোধনাগার তানেকো রিফাইনারিতে হামলার সাইরেন বাজানোর কথা জানিয়েছে শট টেলিগ্রাম চ্যানেল।
ইস্ট মস্কোর কাছে কাজান শহরে একটি শিল্প স্থাপনায় ড্রোন হামলায় আগুন লাগার খবর জানিয়েছে রাশিয়ার অ্যাস্ট্রা নিউজ।
রাশিয়ার শট টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ইউক্রেনের ২০০-র বেশি ড্রোন এবং ৫টি এটিএসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে রাশিয়া।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এসব হামলার কারণে রাশিয়ার বিমান চালনা সংস্থা কজান, সারাতভ, পেঞ্জা, উলিয়ানোভস্ক এবং নিজনেকামস্ক শহরের বিমানবন্দরে ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে ইউক্রেনের এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ইউক্রেনের ১১টি অঞ্চলে রাশিয়ার নিক্ষেপ করা ৮০টি ড্রোনের মধ্যে ৫৮টি ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। কিয়েভ বলছে, সেন্সর জ্যামিংয়ের মাধ্যমে রাশিয়ার ২১টি ড্রোন রাডার থেকে সরিয়ে দিয়েছে তারা।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪