অনলাইন ডেস্ক
স্কুল–কলেজ থেকে শুরু করে ট্রেন বা পাবলিক টয়লেটের দেয়ালে ‘শিউলি + শাহীন’ বা এ ধরনের যুগল নাম অহরহ দেখা যায়। গ্রামে গঞ্জে এটি বেশি দেখা যায় বড় গাছের গায়ে বা সাঁকোর রেলিংয়ে। এ দেশে বহু মানুষের এমন বাতিক রয়েছে। কিন্তু তাই বলে সুদূর ইতালিতে! সেখানে বিখ্যাত রোমান কলোসিয়ামের দেয়ালে এমন নাম লিখেছেন এক পর্যটক। পুলিশ তাঁকে এখন খুঁজছে।
ইতালির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, কলোসিয়ামের দেয়ালে নিজের ও বান্ধবীর নাম খোদাই করা একজন পর্যটককে খোঁজা হচ্ছে। তাঁদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এর আগে এমন ঘটনায় মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল।
ওই পর্যটক কলোসিয়ামের দেয়ালে ইংরেজিতে লিখেছেন—ইভান + হ্যালি ২৩। আর এমন এক সময় ঘটনাটি তিনি ঘটালেন যখন মৌসুমে অতিরিক্ত পর্যটকের চাপ নিয়ে বিরক্তি প্রকাশ করে আসছেন রোমের বাসিন্দারা।
ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ থেকে আসা রায়ান লুটজ নামে এক পর্যটক ঘটনাটি ক্যামেরায় ধারণ করেন। পরে সেটি আবার ইউটিউব এবং রেডিটে তিনি পোস্ট করেছেন।
ভিডিওটি মাত্র দেড় হাজার ভিউ পেলেও ইতালীয় গণমাধ্যমের নজরে পড়েছে। লুটজ গত মঙ্গলবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, তিনি পর্যটকের এমন কাণ্ড দেখে অবাক হয়েছিলেন। কেউ এমন একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভকে বিকৃত করতে পারে সেটি তিনি ভাবতেই পারছেন না!
ইতালির সংস্কৃতিমন্ত্রী গেনারো সাঙ্গিউলিয়ানো বলেছেন, প্রায় ২ হাজার বছরের পুরোনো ফ্ল্যাভিয়ান অ্যাম্পিথিয়েটারে নাম খোদাই করা ‘গুরুতর, অমার্জিত এবং অত্যন্ত অসভ্যতার লক্ষণ’। তিনি আশা করছেন, অপরাধীদের খুঁজে বের করা হবে এবং দেশের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বছর এ নিয়ে চতুর্থবারের মতো কলোসিয়ামের দেয়ালে এমন কাণ্ড করার ঘটনা চিহ্নিত করা হলো। এ ধরনের অপরাধে ১৫ হাজার ডলার জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
পর্যটন মন্ত্রী দানিয়েলা সান্তানচে বলেছেন, এখানে কী করা যাবে আর কী করা যাবে না এটি যারা বুঝবেন শুধু সেই পর্যটকদেরই এখানে আসার অনুমতি দেওয়া উচিত। ইতালির সংস্কৃতি এবং ইতিহাসকে প্রতি শ্রদ্ধা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা আমাদের দেশে আসে তাদের এমন আচরণ করতে আমরা নির্দ্বিধায় অনুমতি দিতে পারি না।’
ঘটনাটির ভিডিও ধারণ করা পর্যটক লুটজ বলেন, ইউরোপে দুই মাসের ব্যাকপ্যাকিং ট্রিপে রয়েছেন। কলোসিয়াম ঘুরতে গিয়ে দেয়ালে নাম খোদাই করতে থাকা এক যুবককে তিনি দেখেন। লুটজ বার্তা সংস্থা এপিকে বলেন, লোকটির ছবি তোলার জন্য পকেট থেকে ফোনটি বের করেছিলেন কারণ তাঁর কর্মকাণ্ডে তিনি অবাক হয়েছিলেন। তিনি যুবকটিকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি কাজটা ঠিক করলেন? জবাবে যুবক শুধু মুচকি হাসি দিয়েছিলেন। অভিযোগ দেওয়ার পরও সেখানকার গার্ড বা সুপারভাইজার কিছুই করেননি বলেও উল্লেখ করেন লুটজ।
এদিকে কলোসিয়াম দেখতে যাওয়া তুর্কি পর্যটক কম্পিউটার প্রকৌশলী গুলদামলা ওজসেমা বলেন, তুরস্কেও কিছু পর্যটকের হাত থেকে সেখানকার ঐতিহাসিক স্থাপনাগুলোকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
এর আগে ২০১৪ সালে কলোসিয়ামের দেয়ালে বড় করে ইংরেজি ‘কে’ অক্ষর খোদাই করার অপরাধে একজন রুশ পর্যটককে ২৫ হাজার ডলার জরিমানা এবং চার বছরের জেল দেওয়া হয়। পরের বছর দু’জন আমেরিকান পর্যটকও স্মৃতিস্তম্ভে নাম খোদাই করলে তাঁদের আরও কঠোর শাস্তি দেওয়া হয়েছিল।
স্কুল–কলেজ থেকে শুরু করে ট্রেন বা পাবলিক টয়লেটের দেয়ালে ‘শিউলি + শাহীন’ বা এ ধরনের যুগল নাম অহরহ দেখা যায়। গ্রামে গঞ্জে এটি বেশি দেখা যায় বড় গাছের গায়ে বা সাঁকোর রেলিংয়ে। এ দেশে বহু মানুষের এমন বাতিক রয়েছে। কিন্তু তাই বলে সুদূর ইতালিতে! সেখানে বিখ্যাত রোমান কলোসিয়ামের দেয়ালে এমন নাম লিখেছেন এক পর্যটক। পুলিশ তাঁকে এখন খুঁজছে।
ইতালির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, কলোসিয়ামের দেয়ালে নিজের ও বান্ধবীর নাম খোদাই করা একজন পর্যটককে খোঁজা হচ্ছে। তাঁদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এর আগে এমন ঘটনায় মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল।
ওই পর্যটক কলোসিয়ামের দেয়ালে ইংরেজিতে লিখেছেন—ইভান + হ্যালি ২৩। আর এমন এক সময় ঘটনাটি তিনি ঘটালেন যখন মৌসুমে অতিরিক্ত পর্যটকের চাপ নিয়ে বিরক্তি প্রকাশ করে আসছেন রোমের বাসিন্দারা।
ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ থেকে আসা রায়ান লুটজ নামে এক পর্যটক ঘটনাটি ক্যামেরায় ধারণ করেন। পরে সেটি আবার ইউটিউব এবং রেডিটে তিনি পোস্ট করেছেন।
ভিডিওটি মাত্র দেড় হাজার ভিউ পেলেও ইতালীয় গণমাধ্যমের নজরে পড়েছে। লুটজ গত মঙ্গলবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, তিনি পর্যটকের এমন কাণ্ড দেখে অবাক হয়েছিলেন। কেউ এমন একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভকে বিকৃত করতে পারে সেটি তিনি ভাবতেই পারছেন না!
ইতালির সংস্কৃতিমন্ত্রী গেনারো সাঙ্গিউলিয়ানো বলেছেন, প্রায় ২ হাজার বছরের পুরোনো ফ্ল্যাভিয়ান অ্যাম্পিথিয়েটারে নাম খোদাই করা ‘গুরুতর, অমার্জিত এবং অত্যন্ত অসভ্যতার লক্ষণ’। তিনি আশা করছেন, অপরাধীদের খুঁজে বের করা হবে এবং দেশের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বছর এ নিয়ে চতুর্থবারের মতো কলোসিয়ামের দেয়ালে এমন কাণ্ড করার ঘটনা চিহ্নিত করা হলো। এ ধরনের অপরাধে ১৫ হাজার ডলার জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
পর্যটন মন্ত্রী দানিয়েলা সান্তানচে বলেছেন, এখানে কী করা যাবে আর কী করা যাবে না এটি যারা বুঝবেন শুধু সেই পর্যটকদেরই এখানে আসার অনুমতি দেওয়া উচিত। ইতালির সংস্কৃতি এবং ইতিহাসকে প্রতি শ্রদ্ধা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা আমাদের দেশে আসে তাদের এমন আচরণ করতে আমরা নির্দ্বিধায় অনুমতি দিতে পারি না।’
ঘটনাটির ভিডিও ধারণ করা পর্যটক লুটজ বলেন, ইউরোপে দুই মাসের ব্যাকপ্যাকিং ট্রিপে রয়েছেন। কলোসিয়াম ঘুরতে গিয়ে দেয়ালে নাম খোদাই করতে থাকা এক যুবককে তিনি দেখেন। লুটজ বার্তা সংস্থা এপিকে বলেন, লোকটির ছবি তোলার জন্য পকেট থেকে ফোনটি বের করেছিলেন কারণ তাঁর কর্মকাণ্ডে তিনি অবাক হয়েছিলেন। তিনি যুবকটিকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি কাজটা ঠিক করলেন? জবাবে যুবক শুধু মুচকি হাসি দিয়েছিলেন। অভিযোগ দেওয়ার পরও সেখানকার গার্ড বা সুপারভাইজার কিছুই করেননি বলেও উল্লেখ করেন লুটজ।
এদিকে কলোসিয়াম দেখতে যাওয়া তুর্কি পর্যটক কম্পিউটার প্রকৌশলী গুলদামলা ওজসেমা বলেন, তুরস্কেও কিছু পর্যটকের হাত থেকে সেখানকার ঐতিহাসিক স্থাপনাগুলোকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
এর আগে ২০১৪ সালে কলোসিয়ামের দেয়ালে বড় করে ইংরেজি ‘কে’ অক্ষর খোদাই করার অপরাধে একজন রুশ পর্যটককে ২৫ হাজার ডলার জরিমানা এবং চার বছরের জেল দেওয়া হয়। পরের বছর দু’জন আমেরিকান পর্যটকও স্মৃতিস্তম্ভে নাম খোদাই করলে তাঁদের আরও কঠোর শাস্তি দেওয়া হয়েছিল।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪