টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০০: ২৫
Thumbnail image
স্টারমার। ছবি: এএফপি

টিউলিপ সিদ্দিক ইস্যুতে সিদ্ধান্ত নিতে দেরি করায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ‘দুর্বল নেতা’ বলে আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় নেতা কেমি বাডেনক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাডেনক লিখেছেন, ‘সপ্তাহান্তেই স্পষ্ট ছিল যে টিউলিপ দুর্নীতিবিরোধী মন্ত্রীর পদে থাকার অনুপযুক্ত। তবুও কিয়ার স্টারমার তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে রক্ষা করতে দোটানায় ভুগেছেন এবং দেরি করেছেন।’ তিনি আরও বলেন, ‘এমনকি বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পর তাঁর অবশ্যম্ভাবী পদত্যাগে “দুঃখ” প্রকাশ করছেন। এটি দুর্বল প্রধানমন্ত্রী থেকে দুর্বল নেতৃত্বের পরিচয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত