চিনতে না পেরে ছেলের গলায় ছুরি ধরলেন ছিনতাইকারী বাবা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১৭: ৫৪
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৮: ৫২

ভুল করে নিজের ছেলের গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা করেছেন এক বাবা। ঘটনাটি স্কটল্যান্ডের গ্লাসগো শহরে গত বছরের নভেম্বরের। তবে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনের মাধ্যমে এটি প্রকাশ্য আসে। 

প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মাস্ক পরে গ্লাসগোর ক্রানহিলের একটি এটিএম বুথে ভুল করে নিজ ছেলেকেই টার্গেট করেন। ১৭ বছর বয়সী ওই ছেলেটি বাড়ির কাছেই এক এটিএম বুথ থেকে ১০ পাউন্ড তোলে। এমন সময় পাশে অন্ধকারে কালো রঙের হুডি ও মুখে মাস্ক পরা একজনকে দেখতে পায়। 

এ ঘটনার বর্ণনা দিয়ে প্রসিকিউটর ক্যারি স্টিভেনস বলেন, ওই কিশোর যখন টাকা তুলে কার্ড পকেটে ঢোকায়। তখন বাঁয়ে ঘুরতেই তার মুখের পাশে কিছু অনুভব করে। এরপর সামনে লম্বা একটি ছুরি দেখতে পায় সে। এ সময় হুডি পরা ওই ব্যক্তি তাকে পাউন্ডগুলো দিয়ে দিতে বলেন। তাৎক্ষণিকভাবে নিজের বাবার কণ্ঠস্বর টের পায় সে। ওই কিশোর তখন বলে, ‘তুমি কি সিরিয়াস? তুমি চিনতে পেরেছ আমাকে?’ তখন হুডি পরা লোকটি বলেন, ‘আমি এসব কেয়ার করি না।’ এরপর ওই কিশোর তার মাস্ক খুলে এবং জিজ্ঞেস করে, ‘তুমি কী করছ এসব?’ তখন ছেলেকে চিনতে পেরে তিনি বলেন, ‘আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না।’ 

প্রসিকিউটর ক্যারি আরও বলেন, ঘটনার পর ওই কিশোর দ্রুত সেখান থেকে চলে যায় এবং পুলিশ জেনে যাওয়ার আগে পরিবারকে জানায়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে দোষ স্বীকার করে বলেন, ‘আমি চিনতে পারিনি ওকে। আমার অন্যায় হয়েছে—এমন কাজ করা।’ 

অভিযুক্ত ব্যক্তিকে ২৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড দেওয়ার পর স্থানীয় শেরিফ আদালতকে বলেন, ‘এমন ঘটনা সত্যিই বিরল।’ 

আরও খবর পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত