ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির কানের পাশ দিয়েই গুলিটা গেছে গত রাতে। কারণ, হার অথবা ড্র—যেকোনো একটা কিছু হলেই এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগে ছিটকে যেত।শেষ পর্যন্ত ম্যান সিটি নিশ্চিত করেছে প্লে-অফ। তবে এবার দলটির চ্যাম্পিয়ন হওয়ার জয়ের সম্ভাবনা দেখছেন না কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গত রাতে ৪৫ মিনিটে রাফায়েল ওয়েন্দিকা এগিয়ে নেন ক্লাব ব্রুগাকে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া ম্যান সিটি এরপর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। শেষ পর্যন্ত ক্লাব ব্রুগা হেরে যায় ৩-১ গোলে। ৮ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ৩ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২২ নম্বর স্থান নিশ্চিত করল সিটি। যেখানে ৯ থেকে ২৪ নম্বর পর্যন্ত থাকা দলকে খেলতে হবে প্লে-অফ। ম্যাচ শেষে গার্দিওলার কাছে প্রশ্ন, এবার (২০২৪-২৫) মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা কেমন? ম্যান সিটি কোচ বলেন, ‘এই মুহূর্তে নেই।তবে আমি অনেক বাস্তববাদী।’
প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে, তা এখনো জানা যায়নি। তবে গার্দিওলা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের মতো দলও যদি প্রতিপক্ষ হয়, তাতেও কোনো সমস্যা নেই সিটিজেনদের। ম্যান সিটি কোচ বলেন, ‘তারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। গত কয়েক ম্যাচে মাদ্রিদ ফিরে এসেছে ও ভিনির (ভিনসেন্ট কোম্পানি) হাত ধরে বায়ার্ন অসাধারণ খেলছে।’
প্লে-অফের সূচি কেমন হওয়া দরকার, সেটার একটা ধারণা দিয়েছেন গার্দিওলা। ম্যান সিটির কোচ বলেন,‘ম্যাচটা আগামীকাল (আজ) হলে আমাদের সমস্যা হবে। তবে দুই সপ্তাহ পর হলে ফুটবলাদের হয়তো আরও ভালো অবস্থায় পাওয়া যাবে। ড্রেসিংরুমে শিষ্যরা বলেছে, রিয়াল কিংবা বায়ার্নে কোনো সমস্যা নেই।’
ব্রুগার বিপক্ষে গত রাতে ৫৩ মিনিটে সিটিকে সমতায় ফেরান মাতেও কোভাচিচ। পরের গোলটা সিটি উপহার পেয়েছে। ৬২ মিনিটে আত্মঘাতী গোলটি করেন ব্রুগার ডিফেন্ডার জোয়েল অর্দোনেজ। ৭৭ মিনিটে সিটির তৃতীয় গোলটি আসে স্যাভিনিওর পা থেকে।
স্তেদি দি রোদুরু স্টেডিয়ামে গত রাতে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থেকে লিগ পর্ব শেষ করল কার্লো আনচেলত্তির দল। রিয়ালের ঠিক পরের স্থানেই আছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন, রিয়াল দুই দলেরই পয়েন্ট ১৫।
ম্যানচেস্টার সিটির কানের পাশ দিয়েই গুলিটা গেছে গত রাতে। কারণ, হার অথবা ড্র—যেকোনো একটা কিছু হলেই এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগে ছিটকে যেত।শেষ পর্যন্ত ম্যান সিটি নিশ্চিত করেছে প্লে-অফ। তবে এবার দলটির চ্যাম্পিয়ন হওয়ার জয়ের সম্ভাবনা দেখছেন না কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গত রাতে ৪৫ মিনিটে রাফায়েল ওয়েন্দিকা এগিয়ে নেন ক্লাব ব্রুগাকে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া ম্যান সিটি এরপর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। শেষ পর্যন্ত ক্লাব ব্রুগা হেরে যায় ৩-১ গোলে। ৮ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ৩ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২২ নম্বর স্থান নিশ্চিত করল সিটি। যেখানে ৯ থেকে ২৪ নম্বর পর্যন্ত থাকা দলকে খেলতে হবে প্লে-অফ। ম্যাচ শেষে গার্দিওলার কাছে প্রশ্ন, এবার (২০২৪-২৫) মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা কেমন? ম্যান সিটি কোচ বলেন, ‘এই মুহূর্তে নেই।তবে আমি অনেক বাস্তববাদী।’
প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে, তা এখনো জানা যায়নি। তবে গার্দিওলা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের মতো দলও যদি প্রতিপক্ষ হয়, তাতেও কোনো সমস্যা নেই সিটিজেনদের। ম্যান সিটি কোচ বলেন, ‘তারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। গত কয়েক ম্যাচে মাদ্রিদ ফিরে এসেছে ও ভিনির (ভিনসেন্ট কোম্পানি) হাত ধরে বায়ার্ন অসাধারণ খেলছে।’
প্লে-অফের সূচি কেমন হওয়া দরকার, সেটার একটা ধারণা দিয়েছেন গার্দিওলা। ম্যান সিটির কোচ বলেন,‘ম্যাচটা আগামীকাল (আজ) হলে আমাদের সমস্যা হবে। তবে দুই সপ্তাহ পর হলে ফুটবলাদের হয়তো আরও ভালো অবস্থায় পাওয়া যাবে। ড্রেসিংরুমে শিষ্যরা বলেছে, রিয়াল কিংবা বায়ার্নে কোনো সমস্যা নেই।’
ব্রুগার বিপক্ষে গত রাতে ৫৩ মিনিটে সিটিকে সমতায় ফেরান মাতেও কোভাচিচ। পরের গোলটা সিটি উপহার পেয়েছে। ৬২ মিনিটে আত্মঘাতী গোলটি করেন ব্রুগার ডিফেন্ডার জোয়েল অর্দোনেজ। ৭৭ মিনিটে সিটির তৃতীয় গোলটি আসে স্যাভিনিওর পা থেকে।
স্তেদি দি রোদুরু স্টেডিয়ামে গত রাতে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থেকে লিগ পর্ব শেষ করল কার্লো আনচেলত্তির দল। রিয়ালের ঠিক পরের স্থানেই আছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন, রিয়াল দুই দলেরই পয়েন্ট ১৫।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২২ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫