ক্রীড়া ডেস্ক
পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামির জয় এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুটি প্রীতি ম্যাচেই টাইব্রেকারে জিতেছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। পেরুর এক ক্লাবের বিপক্ষেও আজ মেসিদের জয় এসেছে এভাবেই।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেস এবং ইন্টার মায়ামি। প্রীতি ম্যাচের পেনাল্টি শুটআউটেও লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে মায়ামি। জয়সূচক গোলটা করেছেন ইয়ানিক ব্রাইট।
মূল ম্যাচে ইউনিভার্সিটারিও-ইন্টার মায়ামি লড়াই হয়েছে সমানে সমানে। ৫৯ শতাংশ বল দখলে রেখে মায়ামি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ২ শট। ইউনিভার্সিটারিও বল দখলে রাখে ৪১ শতাংশ। তবে মায়ামির লক্ষ্য বরাবর তারা নেয় ৫ শট।
৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৫ মিনিট পর্যন্ত খেলা হলেও কোনো দল লক্ষ্যভেদ করতে পারেনি। মেসি, সুয়ারেজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কখনো ফিনিশিংয়ের দুর্বলতা, কখনোবা ইউনিভার্সিটারিও ডিফেন্ডারদের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। পেরুর ক্লাবটির গোলরক্ষক সেবাস্তিয়ান ব্রিতোসও ছিলেন দুর্দান্ত।
মূল ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে হুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, দাভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমাশ্চি, ব্রাইট—মায়ামির পাঁচ ফুটবলারই গোল করেছেন। ইউনিভার্সিটারিওর জাইরো ভেলেজ গোল করতে পারেননি। এটাতেই মূলত পিছিয়ে গেছে ক্লাবটি।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামি জিতেছিল।
পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামির জয় এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুটি প্রীতি ম্যাচেই টাইব্রেকারে জিতেছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। পেরুর এক ক্লাবের বিপক্ষেও আজ মেসিদের জয় এসেছে এভাবেই।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেস এবং ইন্টার মায়ামি। প্রীতি ম্যাচের পেনাল্টি শুটআউটেও লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে মায়ামি। জয়সূচক গোলটা করেছেন ইয়ানিক ব্রাইট।
মূল ম্যাচে ইউনিভার্সিটারিও-ইন্টার মায়ামি লড়াই হয়েছে সমানে সমানে। ৫৯ শতাংশ বল দখলে রেখে মায়ামি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ২ শট। ইউনিভার্সিটারিও বল দখলে রাখে ৪১ শতাংশ। তবে মায়ামির লক্ষ্য বরাবর তারা নেয় ৫ শট।
৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৫ মিনিট পর্যন্ত খেলা হলেও কোনো দল লক্ষ্যভেদ করতে পারেনি। মেসি, সুয়ারেজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কখনো ফিনিশিংয়ের দুর্বলতা, কখনোবা ইউনিভার্সিটারিও ডিফেন্ডারদের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। পেরুর ক্লাবটির গোলরক্ষক সেবাস্তিয়ান ব্রিতোসও ছিলেন দুর্দান্ত।
মূল ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে হুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, দাভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমাশ্চি, ব্রাইট—মায়ামির পাঁচ ফুটবলারই গোল করেছেন। ইউনিভার্সিটারিওর জাইরো ভেলেজ গোল করতে পারেননি। এটাতেই মূলত পিছিয়ে গেছে ক্লাবটি।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামি জিতেছিল।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২২ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫